২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০৩:৫০:১৩ পূর্বাহ্ন


ভালোবেসে বিয়ে করে ঘরছাড়া তারা
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ১৬-০৮-২০২৩
ভালোবেসে বিয়ে করে ঘরছাড়া তারা ভালোবেসে বিয়ে করে ঘরছাড়া তারা


ভালোবেসে বিয়ে করে ঘরছাড়া এক দম্পতি। পালিয়ে বেড়াচ্ছেন দেশের নানা প্রান্তে। ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করায় মেয়েকে পাওয়া যাচ্ছে না দাবি করে থানায় জিডি করেছেন মেয়ের পরিবারও। বাবাকে থামাতে আইনের আশ্রয় নিয়েছেন মেয়েও। এই ভালোবাসার মায়ায় লুকিয়ে আছে সমাজের নানা বিভেদ ভাঙার গল্পও। সেই গল্পটাই এবার তুলে ধরা সময় সংবাদে।

শেরপুর জেলার তামিম তাজ নামের এক যুবকের সঙ্গে কক্সবাজারের মেয়ে প্রীতর্থী বৈদ্য ওরফে তায়েবা ইবনাত রোজার সামাজিক যোগাযোগ মাধ্যমে হয় পরিচয়, এরপর প্রেম। ২ বছরের এ সম্পর্ককে পরিণয় দিতে গত ২৫ জুলাই বিয়ে করেন তামিম তাজ ও প্রীতর্থী বৈদ্য। মুসলিম রীতিতে গাটছড়া বাধেন তারা। শুরু হয় তাদের নতুন পথচলা। 

ভিন্ন ধর্মের ছেলের সঙ্গে মেয়ের এমন বিয়ে মেনে নিতে পারেনি পরিবার। মেয়েকে পাওয়া যাচ্ছে না দাবি করে থানায় সাধারণ ডায়েরি করেন প্রীতর্থীর বাবা। এরপর থেকে ঘরছাড়া এ দম্পতি।

মুসলিম ধর্ম গ্রহণ করে প্রীতর্থী বৈদ্য নাম বদলিয়ে হন তাইয়েবা। সময় সংবাদকে তিনি বলেন, ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছি। আমি আমার স্বামীর সঙ্গে থাকছি। তাকেও হুমকি দিচ্ছে এবং আমাকে হুমকি দিচ্ছে। আমার স্বামী তো চাকরি করেন। সেখানে সে যেতে পারছেন না। আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে পরিবার থেকে। আমাকে যদি তারা ফিরিয়ে নিয়ে যায়; তাহলে তো একটা জীবনের ঝুঁকি থেকেই যায়।

 তামিম বলেন, প্রীতর্থীর পরিবার সব সময় আমাকে হুমকি দিচ্ছে। প্রীতর্থী (তাইয়েবা) যদি ফিরে না যায় তার পরিবারের কাছে; তাহলে তারা আমাকে হত্যা করবে এমন কথা বলছেন।

 এ যুগল দম্পতি জানান, পরিবারের পক্ষ থেকে হুমকি দেয়ায় আতঙ্কিত হয়ে বাবার বিরুদ্ধে মামলাও করতে হয়েছে প্রীতর্থীকে। 

 বেসরকারি এক প্রতিষ্ঠানের চাকরীজীবী তামিম তাজের বাড়ি শেরপুর জেলায়। আর কক্সবাজারের মেয়ে প্রীতর্থী বৈদ্য ওরফে তায়েবা ইবনাত রোজা পড়াশুনা করছেন অনার্স শেষ বর্ষে।