জনপ্রিয় অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ জয়াপ্রদার ৬ বছরের জেল । চেন্নাইয়ের এক থিয়েটার কর্মচারীর দায়ের করা মামলায় জরিমানা ও ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে ।
চেন্নাইয়ের এই সিনেমা হল রামকুপমার, রাজাবাবুর । সমস্যা তখনই তৈরি হয় কর্মীরা ইএসআই না পাওয়ার কারণে আলাদতের শরণাপন্ন হন।
এরপরে জয়াপ্রদা কথা দিয়েছেন প্রাপ্য মেটাবার, আদালতে মামলা খারিজের জন্য আবেদন করেন। শ্রম দফতরের আইনজীবী জয়প্রদার আবেদনের বিরোধিতা করেন । এরপরে জয়প্রদা-সহ অন্য তিন মামলায় অভিযুক্ত তিনজনের সাজা হয়।
জয়প্রদা দুবার সাংসদ হিসাবে নির্বাচিত হন সমাজবাদী পার্টির হয়ে । ২০০৪ ও ২০০৯ তিনি নির্বাচিত হয়েছিলেন।
রামপুর আসন থেকে নিকটবর্তী কংগ্রেস প্রার্থীকে পরাজিত করেন । তারপরে আর জয়ের মুখ দেখেননি জয়াপ্রদা।
রামপুরের প্রাক্তন সাংসদ জয়প্রদার রাজনৈতিক কেরিয়ার ১৯৯৪ সালে তেলুগু দেশম পার্টির হাত ধরে যাত্রা শুরু করেন।
১৯৯৬ সালে অন্ধ্রপ্রদেশ থেকে রাজ্যসভার জন্য মনোনীত হন জয়াপ্রদা । তারপরে ২০০৪ সালে সমাজবাদী পার্টিতে যোগ দেন দুবার সাংসদ হিসাবে নির্বাচিত হন।