বাড়ির পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে তিন বছরেই শেষে হয়েছে কেরিয়ার। বলিউডের সেই অভিনেতা সাইনি আহুজা হাজত বাসের পর এখন জামিনে মুক্ত। তাঁকে নিয়েই এবার বড় রায় দিল বম্বে হাইকোর্ট।
২০০৯ সালে বাড়ির ১৯ বছরের কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে বলিউডের অন্যতম প্রতিশ্রুতিবান অভিনেতার বিরুদ্ধে। ২০১১ সালে পরিচারিকাকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হন সাইনি আহুজা । সাত বছরের জেল হয়েছিল তাঁর। অভিনেতা আপাতত জামিনে মুক্ত। ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার মাস কয়েকের মধ্যেই শর্তসাপেক্ষে জামিন পান তিনি। কিন্তু তারপর থেকেই একাধিক বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে তাঁকে। এবার বম্বে হাইকোর্ট সাইনির পাসপোর্টের মেয়াদ ১০ বছর বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিল।
পরিচারিকার ধর্ষণ করার অভিযোগে ২০০৯ সালের ১৪ জুন গ্রেফতার হয়েছিলেন সাইনি আহুজা। তাঁর বাড়ির পরিচারিকার অভিযোগ ছিল, ফাঁকা ফ্ল্যাটে তাঁকে ধর্ষণ করেন সাইনি। পরে ‘চাপের মুখে’ বয়ান বদলালেও ২০১১ সালে নিম্ন আদালত ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে সাইনিকে। পরবর্তীতে বম্বে হাইকোর্টে জামিনের আবেদন করেন সাইনি। ২০১১ সালের এপ্রিল মাসে হাইকোর্ট তাঁকে জামিনে মুক্তি দেয়। প্রয়োজনে বিদেশে যাওয়ার অনুমতিও রয়েছে সাইনির, তবে মেনে চলতে হয় কঠিন শর্ত।