২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০২:৪৬:৩০ পূর্বাহ্ন


প্রকাশ পেলো শমী কায়সারের মা-বাবার পর্দার রুপ
বিনোদন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৯-০৮-২০২৩
প্রকাশ পেলো শমী কায়সারের মা-বাবার পর্দার রুপ মোস্তফা মনোয়ার ও বিদ্যা সিনহা মিম । সংগৃহীত ছবি


শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা। ওয়াহিদ তারেকের পরিচালনায় ‘দিগন্তে ফুলের আগুন’ শিরোনামে এ সিনেমায় শহীদুল্লা কায়সারের স্ত্রী পান্না কায়সারের চরিত্রে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনয় করছেন সে খবর কিছুদিন আগেই জেনেছেন সকলে। এবার জানা গেলো শহীদুল্লা কায়সারের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা মোস্তফা মনোয়ার। 

বুধবার সোশ্যল মিডিয়ায় পর্দার শহীদুল্লা-পান্না কায়সার অর্থাৎ শমী কায়সারের মা-বাবার রূপে মনোয়ারের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন মিম। চলতি মাসের প্রথম দিকে শুটিং শুরু হলেও এবারই প্রথম এর স্থিরচিত্র সামনে এল। ছবিতে মোটা ফ্রেমের চশমা আর গোঁফে অভিনেতা যেমন সাবলীল, তেমনি সাদামাটা শাড়ি আর কালো টিপে মিমের মাঝেও বিরাজ করছে পান্না কায়সারের ছায়া। যা দেখে নেটিজেনরা দিচ্ছে ইতিবাচক প্রতিক্রিয়া।

কেউ বলেছেন, ‘চেনাই যাচ্ছে না!’, কারও মন্তব্য ‘পান্না কায়সার তো দেখতে অবিকল বিদ্যা সিনহা মিমের মতো’, আবার কেউ অবাক হয়ে বললেন, ‘এক মুহূর্তের জন্য আমি চমকে গেছি!’

পান্না কায়সারের লেখা ‘মুক্তিযুদ্ধ: আগে ও পরে’ বইটি অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। তবে শুটিং শুরু হওয়ার চার দিনের মাথায় (৪ আগস্ট) মারা যান পান্না কায়সার।

মিম বলেন, ‘গেল দুই মাস ধরে যাকে বই পড়ে, টেলিভিশনের বিভিন্ন ইন্টারভিউ থেকে এবং চিত্রনাট্য পড়ে জানার চেষ্টা করেছি, শুটিংও শুরু করেছি। অথচ তার সঙ্গে দেখা করার সুযোগটা পেলাম না। এই আক্ষেপ নিয়েই সিনেমার বাকি অংশ শেষ করতে হবে। সব মিলিয়ে এই সিনেমাটা সত্যিই আমার জন্য বিশেষ কিছু।’

২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই সিনেমা নির্মিত হচ্ছে শহীদুল্লা কায়সার ও পান্না কায়সারের কন্যা শমী কায়সারের প্রতিষ্ঠান ধানসিঁড়ি প্রোডাকশনের ব্যানারে। যদিও সরকারি নিয়ম অনুসারে, অনুদান প্রাপ্তির নয় মাসের মধ্যে সিনেমার কাজ সম্পন্ন করতে হয়। তবে চার বছর পর কেবল শুরু হলো ছবিটির শুটিং।