২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১১:০৩:১২ পূর্বাহ্ন


শাবিপ্রবিতে ভর্তি ফি বেড়েছে ১৫ শতাংশ
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৮-০৮-২০২৩
শাবিপ্রবিতে ভর্তি ফি বেড়েছে ১৫ শতাংশ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ফাইল ছবি


সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি ২ হাজার ২৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন ভর্তি কমিটির সদস্য সচিব ড. মাহবুবুল হাকিম। 

সময় সংবাদকে তিনি বলেন, সোমবার অনুষ্ঠিত জরুরি একাডেমিক কাউন্সিলে কারিকুলাম এবং ভর্তি ফি বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। ২০২১-২২ সেশনের তুলনায় ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থীদের ভর্তি ফি ১৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। গুচ্ছ প্রক্রিয়ায় শিক্ষার্থীরা ইতোমধ্যে ৫ হাজার টাকা পেমেন্ট করেছে। শাবিপ্রবি ভর্তি হওয়ার দিন তাদের ১২ হাজার ২৫০ টাকা সঙ্গে আনতে। এতে শিক্ষার্থীদের মোট ভর্তি খরচ ১৭ হাজার ২৫০ টাকা দাঁড়াবে।

ভর্তি ফি বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, সবকিছুর দাম বৃদ্ধি হওয়ায় ভর্তি ফি বাড়ানো হয়েছে। বর্তমানে বাংলাদেশে অফিসিয়ালি মূল্যস্ফীতি ১০ শতাংশের ওপরে। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভর্তি ফি বৃদ্ধি করা হয়েছে।

২০২১-২২ সেশনের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য এ ভর্তি ফি ছিল ১৫ হাজার টাকা। বর্তমানে সেটি বৃদ্ধি পেয়ে ১৭ হাজার ২৫০ টাকা দাঁড়িয়েছে।