২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৩:৩৭:৩২ অপরাহ্ন


খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৩-০১-২০২২
খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ফাইল ফটো


খুলনায় সড়ক দুর্ঘটনায় প্রশান্ত কুমার বালা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। 

রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে নগরীর খালিশপুর নতুন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রশান্ত কুমার বালা গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলার সেনেরচর গ্রামের প্রফুল্ল বালার ছেলে।

নগরীর দৌলতপুর থানার সহকারী পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, দুপুর ২টার দিকে সুজিৎ কুমার বিশ্বাস (২৫) নামে তার একজন আত্মীয়কে মোটরসাইকেলের পেছনে বসিয়ে প্রশান্ত কুমার বালা খুলনা থেকে নতুন রাস্তার দিকে যাচ্ছিলো। পাশাপাশি আরেকটি ট্রাক নতুন রাস্তার দিকে যাচ্ছিলো। এ সময় হঠাৎ করে একজন পথচারী মোটরসাইকেলের সামনে এসে পড়লে প্রশান্ত কুমার বালা মোটরসাইকেল ব্রেক করলে ট্রাকের তলে পড়ে যায়। এতে প্রশান্ত কুমার বালা ঘটনাস্থলেই নিহত ও সুজিৎ কুমার বিশ্বাস আহত হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পলাতক।

রাজশাহীর সময় /এএইচ