বলিউডের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা। প্রায় এক দশক আগে বলিউডে পা রেখেছিলেন ‘আশিকি ২’ ছবির মাধ্যমে। ২০১২ সালে আদিত্য রায় কপূরের সঙ্গে জুটি বেঁধে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন শ্রদ্ধা কপূর। তার পরে প্রায় ১১ বছর বলিউডে কাটিয়ে ফেলেছেন শ্রদ্ধা। নায়িকা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। ‘স্ত্রী’, ‘এক ভিলেন’, ‘ওকে জানু’, ‘ছিঁছোড়ে’-র মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে। সম্প্রতি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবির সাফল্যের সৌজন্যে ফের শিরোনামে উঠে এসেছে শ্রদ্ধার নাম। তবে এ বার হালকা মেজাজের ছবি ছেড়ে জীবনীচিত্রের দিকে ঝুঁকছেন শ্রদ্ধা।
২০১৭ সালে ‘হাসিনা পার্কার’ ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন অভিনেত্রী। সেই ছবি বক্স অফিসে তেমন ভাবে সাড়া জাগাতে না পারলেও প্রশংসিত হয়েছিল তাঁর কাজ। হাসিনার মতো চরিত্র করার পর এ বার লতা মঙ্গেশকর, পদ্মিনী কোলাপুরের জীবনীচিত্রে অভিনয় করতে চান শ্রদ্ধা। সম্প্রতি এক অনুষ্ঠানে তাঁকে বায়োপিক নিয়ে প্রশ্ন করা হলে এই দুই তারকার নাম উল্লেখ করেন ‘আশিকি ২’ খ্যাত অভিনেত্রী। সম্পর্কে পদ্মিনী কোলাপুরে তাঁর মাসি। তাঁর সঙ্গে আত্মিক যোগ রয়েছে শ্রদ্ধার। পাশাপাশি, লতা মঙ্গেশকরেরও অনুরাগী শ্রদ্ধা। একাধিক বার সে কথা জনসমক্ষে প্রকাশও করেছেন তিনি। সুরসম্রাজ্ঞীর চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়া তাঁর কাছে সৌভাগ্যের ব্যাপার, জানান শ্রদ্ধা।
অভিনয়ের পাশাপাশি গান গাইতে ভালবাসেন শ্রদ্ধা। ‘আশিকি ২’ ছবিতে এক উঠতি গায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তা ছাড়াও ‘রক অন ২’ ছবিতে গান গেয়েওছেন তিনি। এক জন গায়িকার জীবনীচিত্রে অভিনয় করার সুযোগ পেলে গান গাওয়ার দিকে আরও বেশি করে নজর দিতে পারবেন তিনি, মত শ্রদ্ধার।