২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১১:৫১:৫২ পূর্বাহ্ন


রীক্ষা চলাকালীন ক্লাস রুমেই সাপের ছোবল ছাত্রীকে!
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০৫-০৮-২০২৩
রীক্ষা চলাকালীন ক্লাস রুমেই সাপের ছোবল ছাত্রীকে! রীক্ষা চলাকালীন ক্লাস রুমেই সাপের ছোবল ছাত্রীকে!


 ইউনিট টেস্ট পরিক্ষা দিচ্ছিলো সোয়া আকতার নামের দশম শ্রেণির এক ছাত্রীর। পরীক্ষা শুরুর অল্প কিছুক্ষণের মধ্যেই তাকে সাপ ছোবল মারে। সর্পদংশনের পর থেকেই অসুস্থ বোধ করে ওই ছাত্রী। 

ঘটনাটি জেনেই স্কুলের শিক্ষিকারা  কর্তৃপক্ষকে জানান । এরপর তারা সকলে মিলে ছাত্রীকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  ওই ছাত্রীর বোনও ওই স্কুলে পড়ে। তড়িঘড়ি তাকে ডেকে আনা হয়। 

স্কুল কর্তৃপক্ষ সাপটির ছবি তুলে হাসপাতালের চিকিৎসককে দেখান। সাপটি বিষহীন না বিষধর, তা নিয়ে অবশ্য সন্দেহের অবকাশ রয়েছে। হাসপাতালে ছাত্রীর চিকিৎসা শুরু করা হয়েছে। দিনভর পর্যবেক্ষণে রাখা হবে বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।