বুধবার সকালেই বলিউডের বিখ্যাত শিল্প নির্দেশক নীতিন দেশাইয়ের দেহ মিলেছে তাঁরই নিজস্ব স্টুডিও এনডি স্টুডিওতে। ৫৭ বছর বয়সি এই শিল্প নির্দেশকের মৃত্যুতে আপাতত তোলপাড় বি টাউন। ‘লগান’ ‘দেবদাস’, ‘যোধা আকবর’ সহ বহু ছবির চোখধাঁধানো সেটের নেপথ্যে ছিলেন এই মানুষটি।
প্রাথমিক তদন্তে আত্মঘাতী হয়েছিলেন বলেই সন্দেহ করেছিল পুলিশ। সেই অনুমান যে সঠিক তা জানা গেছে ময়না তদন্তের ফলাফল সামনে আসতেই। কিন্তু কেন আচমকা আত্মঘাতী হলেন নীতিন? তদন্তে জানা যাচ্ছে মাথায় বিশাল দেনার বোঝা ছিল বিখ্যাত এই শিল্প নির্দেশকের।
প্রায় ২৫২ কোটি টাকার ঋণের ভারে জর্জরিত ছিলেন নীতিন। সেই দেনা শোধ করতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিলেন বলে মনে করছেন অনেকে।
সূত্রের খবর, নীতিনের কোম্পানি এন ডি’স আর্ট ওয়ার্ল্ড প্রাইভেট লিমিটেড প্রায় ১৮৫ কোটি টাকা ঋণ নিয়েছিল ২০১৬ এবং ২০১৮ সালে। এরপরই ২০২০ সাল থেকে নীতিনের আর্থিক পরিস্থিতি ক্রমেই খারাপ হতে শুরু করে। জানা গেছে সম্প্রতি নীতিনের কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করেছিল আদালত।
ময়নাতদন্তের পর নীতিনের দেহ তুলে দেওয়া হয়েছে তার পরিবারের হাতে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে নীতিনের শেষকৃত্য সম্পন্ন হবে এনডি স্টুডিওতে। তবে এখনই বন্ধ হচ্ছে না নীতিনের মৃত্যুর তদন্ত। ‘লগান’-এর শিল্প নির্দেশকের গাড়ির চালক এবং স্টুডিওর কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।