রাজশাহীর বাগমারা উপজেলায় হুইল চেয়ার ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করছেন স্বেচ্ছাসেবী সংগঠন রক্ত বন্ধন। রোববার (৩০ জুলাই) রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় এ কর্মসূচি পালন করা হয়।
এসময় তাহেরপুর পৌরসভার মাহিন নামের (১২) এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান করেন। বাচ্চাটির প্রতিবন্ধকতার কারণে বাবা-মা কাছে না রাখায়, নানি বাচ্চাটির দেখাশোনা করেন।
প্রতিবন্ধী মাহিন বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার ভ্যান চালক মমিন আলীর ছেলে।
এছাড়াও তীব্র তাপদাহ থেকে সমাজকে রক্ষা করা এবং প্রাকৃতিক ভারসাম্য স্বাভাবিক রাখার লক্ষ্যে একই গ্রামের রাস্তার ধারে কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করে সংগঠনটি।
সোমবার (৩১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন রক্ত বন্ধন সংগঠনটির স্বেচ্ছাসেবী নুর মোহাম্মদ আমির হামজা।
তিনি বলেন, আমাদের রক্তবন্ধন সংগঠনটি সমাজ ও মানুষের কল্যানের জন্য দীর্ধ ৫ বছর ধরে রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, টিউবয়েল স্থাপন, হুইল চেয়ার বিতরণ। এছাড়া সম্বলহীন মানুষের আয়ের ব্যবস্থায় প্রোজেক্ট স্বাবলম্বীসহ নানা উন্নয়নমূলক কাজ করে আসছে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রুমেল রহমান, মোঃ নুরুজ্জামান, নুর সালেম, নুর মোহাম্মদ আমির হামজা, তামান্না মুসতারি, পলাশ মাহবুব, তানভীর সহ বেশ কিছু স্বেচ্ছাসেবী।