২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০৪:৫৬:১০ পূর্বাহ্ন


নড়াইলে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০১-০৩-২০২২
নড়াইলে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত ফাইল ফটো


নড়াইলে সড়ক দুর্ঘটনায় মমতা মণ্ডল (৫০) ও মিনা রানী বিশ্বাস (৪০) নামে দুই নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বুড়িখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মমতা মণ্ডল যশোরের অভয়নগর থানার সামসপুর গ্রামের সুবোল মণ্ডলের স্ত্রী। মিনা রানী একই গ্রামের হরিচাঁদ বিশ্বাসের স্ত্রী। এ ঘটনায় থ্রি-হুইলারচালকসহ ৬ যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন- একই গ্রামের নিদ্রা মণ্ডল, অলোকা বিশ্বাস, টুকু রানী বিশ্বাস, দিপা মণ্ডল, ঝর্ণা রায় ও থ্রি-হুইলার চালক মো. আশরাফ।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান, অভয়নগর উপজেলার সামসপুর গ্রাম থেকে পাঁচটি থ্রি-হুইলারে সনাতন ধর্মাবলম্বীর কমপক্ষে ৪০ জন নারী-পুরুষ নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুরের তারক গোসাইয়ের মেলায় যাচ্ছিলেন। পথে বুড়িখালী নামকস্থানে খানজাহান আলী পরিবহনের একটি বাসের সঙ্গে একটি থ্রি-হুইলারের সংঘর্ষ হয়। এতে থ্রি-হুইলারটি দুমড়ে মুচড়ে আটজন মারাত্মক আহত হন। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিনা রানীকে মৃত ঘোষণা করেন। বিকেল ৫টার দিকে মমতা মণ্ডল মারা যান। 

রাজশাহীর সময় /এএইচ