০১ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৮:৩৬:২১ পূর্বাহ্ন


ব্ল্যাকমেইল করে ১১ লক্ষ টাকা প্রতারণা, গ্রেফতার অভিনেত্রী
মেরিনা আক্তার জলি:
  • আপডেট করা হয়েছে : ২৮-০৭-২০২৩
ব্ল্যাকমেইল করে ১১ লক্ষ টাকা প্রতারণা, গ্রেফতার অভিনেত্রী ব্ল্যাকমেইল করে ১১ লক্ষ টাকা প্রতারণা, গ্রেফতার অভিনেত্রী


মধুচক্রের ফাঁদ পেতে ১১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফাতার করা হল অভিনেত্রী নিত্যা শশী এবং তার বন্ধু বিনুকে। জানা যাচ্ছে প্রতারিত ব্যক্তি একজন ৭৫ বছরের বৃদ্ধ, অবসরপ্রাপ্ত ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, অবসরপ্রাপ্ত ওই ব্যক্তি বাড়িভাড়া খুঁজছিলেন। সেই সূত্রেই অভিনেত্রী নিত্যা শশীর সঙ্গে তাঁর আলাপ হয়। অভিনেত্রী কেরালার মালয়ালপুঝার বাসিন্দা আর বিনু তিরুবন্তপুরম সংলগ্ন তিরুবন্তপুরম কালাকোড়ের বাসিন্দা।

অভিযোগ, নিত্যা শশী ওই ব্যক্তিকে তাঁর বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। এভাবেই একদিন ওই ব্যক্তিকে জোর করে পোশাক খুলতে বাধ্য করা হয়। অভিযোগ, ওই ব্যক্তিকে হুমকি দেওয়া হয়, ২৫ লক্ষ টাকা না দিয়ে তাঁর নগ্ন ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে দেওয়া হবে। একপ্রকার বাধ্য হয়েই, ব্ল্যাক মেইল করার কারণে ওই ব্যক্তি অভিনেত্রী ও তাঁর বন্ধুকে ১১ লক্ষ টাকা দিয়েছিলেন। এরপর ওই ব্যক্তির কাছে ফের টাকা চাওয়া হলে তিনি পুলিশের দ্বারস্থ হন। গত ১৮ জুলাই তিনি FIR দায়ের করেন।

জানা যাচ্ছে , অবসরপ্রাপ্ত ওই ব্যক্তি কেরালা ইউনিভার্সিটির অবসরপ্রাপ্ত কর্মী। তাঁর বাড়ি তিরুবন্তপুরমের পাত্তম এলাকায়। এদিকে আবার অভিযুক্ত ৩২ বছর বয়সী অভিনেত্রী নিত্যা শশী পেশায় একজন আইনজীবী। ঘটনায় অবসরপ্রাপ্ত ও ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে আগেও এধরনের অভিযোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

জানা যাচ্ছে, অভিযুক্তদের ধরতে পুলিশের নির্দেশে ফাঁদ পাতা হয়। বাকি টাকা দেওয়ার অজুহাতে অভিযুক্তকে বাড়িতে ডাকেন অভিযোগকারী ওই ব্যক্তি। পরে পারাভুর পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। অভিযুক্তদের আদালতে তোলার পর তাঁদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।