২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০৭:৩৮:৫৮ পূর্বাহ্ন


উর্বশীর মতে অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী পবন কল্যাণ!
তামান্না হাবিব নিশু
  • আপডেট করা হয়েছে : ২৮-০৭-২০২৩
উর্বশীর মতে অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী পবন কল্যাণ! ছবি: সংগৃহীত


চেয়েছিলেন সম্মান জানাতে, কিন্তু তা করতে গিয়ে যে এত বড় ভুল করে ফেলবেন তা হয়তো নিজেও ভাবতে পারেননি উর্বশী রউতেলা। অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রীর নামই বদলে দিলেন তিনি। উর্বশীর মতে অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী পবন কল্যাণ! যিনি সম্পর্কে দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর ভাই। ঠিক কী করেছেন উর্বশী?

দক্ষিণী ছবি ‘ব্রো দ্য অবতার’-এ অভিনয় করেছেন উর্বশী। ছবিটি এ দিন মুক্তি পেয়েছে। ছবিতে রয়েছেন পবন কল্যাণও। তাঁর সঙ্গে একই ছবি শেয়ার করে টুইটারে উর্বশী লেখেন, “অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী পবন কল্যাণের সঙ্গে স্ক্রিন শেয়ার করে আমি খুবই আনন্দিত।এই ছবি ২৮ তারিখে মুক্তি পাবে। এটি এমন একটি গল্প যেখানে দেখানো হয় মৃত্যুর পর ভুল শুধরানোর জন্য একজন ব্যক্তি কী করে দ্বিতীয় সুযোগ পাবে। সবার সঙ্গে দেখা হচ্ছে।”

উর্বশীর ওই টুইট ভাইরাল হতে দেরি হয়নি। সবাই তাঁকে মনে করিয়ে দেন পবন কল্যাণ রাজনীতির সঙ্গে যুক্ত হলেও তিনি মুখ্যমন্ত্রী তো দূরের কথা সাংসদও নন। অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম জগমোহন রেড্ডি। একজন উর্বশীর উদ্দেশে লেখেন, “অনুষ্ঠানে ওঁকে সিএম সিএম করে ডাকা হচ্ছিল বলে হয়তো আপনি ভুল করে ফেলেছেন। দু’বার বিধায়কের আসনে লড়লেও পবন কল্যাণ জিততে পারেননি।” আর একজন লেখেন, “জনসেনা পার্টির পবন কল্যাণ আমাদের মুখ্যমন্ত্রী নন,জগমোহন রেড্ডি আমাদের মুখ্যমন্ত্রীও, যিনি ১৬ মাস হাজতবাস করে এসেছেন।” যদিও সমালোচনার মুখে পড়েও ওই টুইট মুছে দেননি উর্বশী। টুইটারে গেলেই তা জ্বলজ্বল করছে।

রাজনীতিতে পবনের কেরিয়ার: ২০০৮ সালে রাজনীতিতে পা রাখেন পবন কল্যাণ। দাদা চিরঞ্জীবী দ্বারা গঠিত প্রজা রাজ্যম পার্টির যুবশাখার সভাপতি ছিলেন তিনি। ২০০৯ সালে ওই পার্টির হয়ে প্রচারের সময় সানস্ট্রোকেও আক্রান্ত হন তিনি। ২০০৯ সালে ওই পার্টি কংগ্রেসের সঙ্গে সংযুক্ত হলে তিনি পার্টি ছেড়ে বেরিয়ে আআসেন। ২০১৪ সালে তিনি গঠন করেন জনসেনা পার্টি।