২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০৮:০৮:০৭ পূর্বাহ্ন


বিমানে ভক্তদের পাত্তাই দিচ্ছিলেন না করিনা
তামান্না হাবিব নিশু :
  • আপডেট করা হয়েছে : ২৫-০৭-২০২৩
বিমানে ভক্তদের পাত্তাই দিচ্ছিলেন না করিনা বিমানে ভক্তদের পাত্তাই দিচ্ছিলেন না করিনা


বিমানে করিনা কাপুরকে দেখে স্বাভাবিকভাবেই ভিড় করছিলেন ভক্তরা, এগিয়ে এসে হাই-হ্যালো করছিলেন অনেকেই। কিন্তু করিনা নাকি কাউকে পাত্তাই দেননি। এমনই অভিযোগ করলেন নারায়ণ মূর্তি’র। একটি অনুষ্ঠানে ইনফোসিস ফাউন্ডেশনের চেয়ারপার্সন নারায়ণ এবং তাঁর স্ত্রী সুধা মূর্তির একটি আলাপচারিতার ভিডিও সামনে এসেছে সম্প্রতি। আসল অনুষ্ঠানটি চলতি বছরের গোড়ার দিকের। সেই ভিডিওতেই নারায়ণ মূর্তির এই মন্তব্য সামনে এসেছে।

নারায়ণ মূর্তির কথা শুনে অবশ্য পাশে বসা সুধা মূর্তি করিনাকে আড়াল করার চেষ্টা করেন, বোঝাতে চান, লক্ষ লক্ষ ভক্তদের মাঝে এমনটা হতেই পারে, কিন্তু নারায়ণ মূর্তি তাতেও থামেননি। তিনি বলেন, ‘আমি লন্ডন থেকে দেশে ফিরছিলাম, আমার পাশের সিটে করিনা কাপুর ছিলেন। অনেকেই তাঁর কাছে এসে হ্যালো বলছিলেন। কিন্তু করিনা যেন সেটুকুতেও বিরক্ত হচ্ছিলেন। কোনও উত্তর দিচ্ছিলেন না কাউকে। আমি একটু অবাকই হয়েছিলাম। আমার কাছেও কয়েকজন আসছিলেন, আমি উঠে দাঁড়িয়ে এক-আধ মিনিট করে কথা বলছিলাম সকলের সঙ্গেই। সবাই এটুকুই আশা করেন।’

এমন সময়েই সুধা মূর্তি তাঁকে বাধা দিয়ে বলেন, ‘করিনার লক্ষ লক্ষ অনুরাগী রয়েছেন। এরকম নিরন্তর হাই হ্যালো করতে করতে ও-ও তো ক্লান্ত হয়ে পড়বে। তুমি সফ্টওয়্যার কোম্পানির প্রতিষ্ঠাতা, তোমার হয়তো ১০ হাজার ভক্ত রয়েছে। কিন্তু করিনার ১০ লক্ষ ফ্যান। ওর ব্যাপারটা আলাদা!’ সুধা মূর্তির মুখে একথা শুনে সকলে হেসে উঠে হাততালি দেন।

তবে এর পরেও নারায়ণ মূর্তি বলেন, ‘সেটা আসল সমস্যা নয়। সমস্যা হল, কেউ যখন স্নেহ-ভালবাসা-শ্রদ্ধা প্রকাশ করে, তখন উল্টোদিকের মানুষটির তা ফেরত দেওয়া উচিত। আমি মনে করি এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং এটাই আমাদের মধ্যে জন্ম নেওয়া অহংবোধকে কমানোর উপায়, এটাই সব।                  

প্রসঙ্গত, করিনাকে নিয়ে এমন সমালোচনা এই প্রথম নয়। নেটপাড়ার বড় একটা অংশ বরাবরই মনে করে, কাপুর পরিবারের কন্যে ও নবাব পরিবারের বৌমা করিনা নাকি বেশ ‘অহঙ্কারী’। এই অভিযোগ রয়েছে তাঁর আর সইফের ৬ বছরের ছোট্ট ছেলে তৈমুরের প্রতিও। তাকে বেশ কয়েকবার মিডিয়ার সঙ্গে বেশ চিৎকার করে, রাগ দেখিয়ে কথা বলতে দেখা গিয়েছে। প্রশ্ন উঠেছে, এইটুকু ছেলে এমন করতে শিখল কী করে!

এমনকী এই কয়েকদিন আগেই শনিবার রাতে একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, মুম্বইয়ের রাস্তায় করিনা আর সইফ। করিনাকে গাড়ি চালিয়ে নিয়ে আসেন সইফ নিজে। তিনি আগে গাড়ি থেকে নেমে ঢোকেন রেস্তোরাঁয়। দেখা যায়, করিনা গাড়ি থেকে নামতেই এগিয়ে আসেন এক বৃদ্ধা। অনুরোধ করেন, ‘একবার ছুঁতে দাও’। তবে করিনা হাত নেড়ে, সেই মহিলার স্পর্শ বাঁচিয়ে ঢুকে যান রেস্তোরাঁর ভিতরে। একটু ঠেলাও লাগে ওই বৃদ্ধার গায়ে। রেস্তোরাঁয় ঢোকার আগে করিনা ঘাড় ঘুরিয়ে দেখেও নেন, মহিলা ঠিক আছে কি না। এই ভিডিও ছড়িয়ে পড়তেই কটাক্ষের মুখে পড়েন বেবো।

তবে এখন অবশ্য এসব থেকে দূরে রয়েছেন করিনা। দুই সন্তানকে নিয়ে ইউরোপে ঘুরতে গিয়েছেন সইফের সঙ্গে। ভাইরাল ছবিতে দেখা গেছে, সেখানকার কোনও এক পাহাড় ঘেরা লেকে দুই সন্তানকে নিয়ে মাছ ধরছেন সইফ। পাশেই সবুজ ঘাসের ওপর বসে স্বামী-সন্তানদের কীর্তি হাসিমুখে উপভোগ করছেন করিনা।