২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৩:৪৫:৫৬ পূর্বাহ্ন


মিয়ানমারে সেনা অভিযানে নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৩-০৭-২০২৩
মিয়ানমারে সেনা অভিযানে নিহত ১৪ ছবি: সংগৃহীত


মিয়ানমারে জান্তা সেনাদের হামলায় ১৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক ও তিনজন প্রতিরোধযোদ্ধা। 

ওই ১১ জন বেসামরিক নাগরিক শুক্রবার সাগাইং অঞ্চলের ইয়ানমাবিন টাউনশিপে নিহত হন। শনিবার ভোরের আগে ইয়ানমাবিন শহরে অবস্থানরত সৈন্যরা সোনে চৌং গ্রামে অভিযান চালিয়ে বো তুন তাউক পিপলস ডিফেন্স ফোর্সের তিন সদস্যের শিরশ্ছেদ করে। তারা গ্রামে পাহারা দিচ্ছিল।

শনিবার স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ইরাবতি। 

গ্রামের এক অধিবাসী বলেন, ‘প্রথমে আমরা গ্রামের কেন্দ্রে তিনজন যোদ্ধার মৃতদেহ পেয়েছি। আর জান্তা সৈন্যদের হাতে নিহত বাকি ব্যক্তিদের লাশ চারদিকে ছড়িয়ে ছিল। কয়েকজনকে নির্যাতনও করা হয়েছে।’ এ ছাড়া ওই গ্রামে অভিযানের পর অন্য গ্রামবাসীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের অবস্থা অজানা।

নাম প্রকাশ না করার শর্তে একটি সিনিয়র সামরিক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে কাচিন, কারেন, কায়াহ রাজ্যের পাশাপাশি সাগাইং এবং ম্যাগওয়ে অঞ্চলে তীব্র লড়াই চলছে।