রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি থেকে চীনে তেল রফতানি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। শুক্রবার (২১ জুলাই) চীনের শুল্ক বিভাগের তথ্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম আরটি।
এতে বলা হয়, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমা বিশ্ব। তবে চলমান নানা অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যেই চীনে রাশিয়ান অপরিশোধিত তেলের আমদানি জুনে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।
তথ্য বলছে, রাশিয়া থেকে জুনে ১০ দশমিক ৫ মিলিয়ন টন তেল চীনে রফতানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ বেশি। জুনে চীনে দেশটি থেকে ৫ দশমিক ২২ বিলিয়ন ডলারের তেল আমদানি হয়েছে। আর মে মাসে রাশিয়া থেকে চীনে রফতানি হয়েছিল ৯ দশমিক ৭ মিলিয়ন টন তেল, যার মূল্য ৫ দশমিক ১৪ বিলিয়ন ডলার।
এদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে চীন রাশিয়া থেকে ৫০ মিলিয়ন টনের বেশি তেল আমদানি করেছে, যা বেইজিংয়ের শীর্ষ তেল সরবরাহকারী দেশ হিসেবে রাশিয়াকে তার অবস্থান ধরে রাখতে সহায়তা করেছে।
এর আগে চলতি বছর রাশিয়া চীনের তেল সরবরাহকারীদের তালিকার শীর্ষস্থানে থাকা সৌদি আরবকে পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে আসে। সৌদি আরব বর্তমানে চীনের দ্বিতীয় বৃহত্তম সরবরাহকারী। দেশটি চলতি বছরের প্রথমার্ধে ৪৬ মিলিয়ন টন তেল চীনে রফতানি করেছে। আর ২৯ মিলিয়ন টনের বেশি তেল রফতানি করে তৃতীয় স্থানে রয়েছে ইরাক।
উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়া থেকে অপরিশোধিত তেল ক্রয়ের পরিমাণ ৮ শতাংশ বাড়িয়েছে চীন।