নিজের মাথায় ফুটো করতে গিয়েছিলেন যুবক।এতে খুলি ফেটে রক্ত-ঘিলু বেরিয়ে একেবারে প্রাণটাই বেরিয়ে যাওয়ার জোগাড় হয়েছিল তার।
মিখাইল রাদুগা নামে এক যুবক ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে নিজের খুলি ফুটো করতে গিয়েছিলেন। তাও আবার ড্রিল মেশিন দিয়ে। মাথায় ছ্যাঁদা করে ঘিলুতে চিপ বসাবেন, এটাই ছিল লক্ষ্য। সে কাজে সফলও হয়েছিলেন। মাথায় ফুটো করে ছোট্ট ইলেকট্রোড ব্রেনের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলেন। এক ঘণ্টার অপারেশনে কম করেও এক লিটার রক্ত খুইয়ে প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে শেষে মৃতপ্রায় অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তাঁর ব্রেনে সার্জারি করে ওই ছোট্ট ইলেকট্রোড খুঁজেও পান ডাক্তাররা।
যুবক তাঁর টুইটার ও অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যা লিখেছেন, তার থেকে স্পষ্ট, ইউটিউবে নানারকম ভাইরাল ভিডিও দেখে এই মাথা ফুটো করার বুদ্ধিটা তাঁর আসে। সেইসব ভিডিওতে কী দেখানো হয়েছিল তা জানা যায়নি। তবে মিখাইল ছোট ড্রিল মেশিন জোগাড় করে নিজের মাথায় ফুটো করেছিলেন। সেই ফুটো দিয়ে একটা চিপও ঢুকিয়েছিলেন ব্রেনে। নিজেই নিজের সার্জারি করতে গিয়ে শেষে ভীষণ বিপদে পড়েন। রক্ত বন্ধই হচ্ছিল না। টুইটারে নিজের সারা মাথায় ব্যান্ডেজ বাঁধা ছবিও পোস্ট করেন তিনি।
মিখাইলের দাবি ছিল, বিশেষ কোম্পানির তৈরি ওই ব্রেন-চিপ নাকি স্লিপিং প্যারালাইসিস সারায়। ব্রেনে ওই চিপ ফিট করলে সুন্দর স্বপ্ন আসবে বলেও বিশ্বাস করতেন যুবক। স্লিপিং ডিসঅর্ডার, অবসাদ-সহ নানারকম মানসিক অসুখও নাকি সারাতে পারবে ওই চিপ, এমন বিশ্বাসও ছিল তাঁর। স্বপ্ন দেখার আশা নিয়ে মাথা ফুটো করতে গিয়ে শেষে চিরতরে স্বপ্নের দেশেই হারিয়ে যেতে বসেছিলেন যুবক।