চন্দ্রযান-৩ উড়ে গেছে চাঁদের দিকে। মহাকাশে রকেট যেতে দেখে আপনার মনেও যদি আকাশে গিয়ে চাঁদ-তারা দেখার সূক্ষ্ম আশা জাগে, তাহলে সেই স্বপ্ন পূরণ হতেই পারে। আমেরিকার জেফ বেজোসের ব্লু অরিজিন বা ইলন মাস্কের স্পেস-এক্সের মতো এবার মহাকাশ-পর্যটনের ব্যবস্থা করেছে ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসনের সংস্থা ভার্জিন গ্যালাক্টিক (Virgin Galactic)।
বেজোসের ব্লু অরিজিন নামের সংস্থার মতোই পর্যটকদের পৃথিবী থেকে ১০০ কিলোমিটার উচ্চতায় ‘কারম্যান লাইনের’ কাছে নিয়ে যেতে পারে ভার্জিন গ্যালাক্টিকের রকেট। প্রসঙ্গত, ব্লু অরিজিনের হাত ধরে মহাকাশ পর্যটন ব্যবসার সামনের সারিতে রয়েছেন অ্যামাজনের সিইও জেফ বেজোস। বেজোসের সংস্থা এর আগেও বিপুল খরচ করে তিনবার মহাকাশে ঘুরিয়ে এনেছে পর্যটকদের। ইলন মাস্কের স্পেস-এক্স রকেট যদিও অভিজ্ঞ নভশ্চরদের নিয়েই মহাকাশে পাড়ি দিয়েছিল।
রিচার্ড ব্র্যানসনের ভার্জিন গ্যালাক্টিক (Virgin Galactic) রকেট ৬ জন পর্যটককে নিয়ে যেতে পারে মহাকাশে। সেই সঙ্গে যাবেন দু’জন পাইলট। এর আগে ভার্জিন গ্যালাক্টিক তাদের টুইটার পেজে মহাকাশ-যাত্রার নানারকম ছবি পোস্ট করেছিল। সেখানে দেখা গিয়েছিল, পর্যটকদের জন্য় নীল রঙের স্পেস-স্যুটও তৈরি করেছে সংস্থা। সেগুলি ইতিমধ্যেই নেটাগরিকদের আকর্ষণের কেন্দ্রে চলে এসেছে।
১০ অগস্ট থেকে নাকি মহাকাশ-যাত্রার (Virgin Galactic) বুকিং শুরু হবে। টিকিট কাটতে পারবেন ইচ্ছুক পর্যটকরা। আগে শোনা গিয়েছিল, মহাকাশ ভ্রমণের জন্য খরচ হতে পারে ভারতীয় মুদ্রায় প্রায় এক কোটি ৮৭ লাখ টাকা। তবে এখন টিকিটের দাম কত হবে, সেটা সংস্থার বিজ্ঞাপন বের হলেই বোঝা যাবে।