২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৫:৩৯:২৯ পূর্বাহ্ন


পৃথিবীতে আরও এক ভয়ঙ্কর সাপের খোঁজ
রিয়াজ উদ্দিন:
  • আপডেট করা হয়েছে : ২০-০৭-২০২৩
পৃথিবীতে আরও এক ভয়ঙ্কর সাপের খোঁজ পৃথিবীতে আরও এক ভয়ঙ্কর সাপের খোঁজ


পৃথিবীতে আরও এক নতুন প্রজাতির সাপের খোঁজ পাওয়া গেছে । অস্ট্রেলিয়ায় খোঁজ পাওয়া গেল এই সাপের।


ডেইলিমেল-এর রিপোর্ট অনুযায়ী, মধ্য অস্ট্রেলিয়ায় খোঁজ পাওয়া গিয়েছে এই সাপের। খুবই বিষধর এই সাপ।

সাধারণত মধ্য অস্ট্রেলিয়ার মরুভূমি এলাকায় এই সাপের খোঁজ পাওয়া যায়। বিজ্ঞানীরা এই সাপের নাম বলেছেন।

এই সাপের বিজ্ঞানসম্মত নাম Demansia Cyanochasma. বিজ্ঞানীরা এর আগে এই সাপের প্রজাতি খুঁজে পাননি। কারণ এই প্রজাতি অন্য প্রজাতির সাপদের সঙ্গে মিশে থাকত।



লম্বায় প্রায় ২ ফিট হয় এই সাপ। চোখের আকার বেশ বড়। তবে মাথা বেশ পাতলা।

এই প্রজাতির সাপের শরীরে দুরকম রঙ দেখা যায়। তবে এই সাপের দাঁত আকারে বেশ ছোট।

বিজ্ঞানীরা বলছেন, এই সাপ ভাল শিকারী। তবে সরাসরি আক্রমণ করে না। যদিও এই সাপ কামড়ালে অনেকটাই বিষ ঢেলে দেবে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।