২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৫:৪৬:৫৯ পূর্বাহ্ন


নিউজিল্যান্ডে বন্দুক হামলায় হামলাকারীসহ নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২০-০৭-২০২৩
নিউজিল্যান্ডে বন্দুক হামলায় হামলাকারীসহ নিহত ৩ বন্দুক হামলার পর ঘটনাস্থলের রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে আছেন পুলিশ। ছবি: গার্ডিয়ান


নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত হয়েছেন। এছাড়াও পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও মারা গেছেন। দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে এই ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের।

নিউজিল্যান্ড পুলিশ বিষয়টি নিশ্চিত করে বলেন ,একজন বন্দুকধারীও মারা গেছেন।
 
এক বিবৃতিতে পুলিশ বলেছেন, বৃহস্পতিবার সকালে একটি নির্মাণাধীন ভবনে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।
 
বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলাকারী ভবনের মধ্য দিয়ে চলে যাওয়ার সময়ও গুলি চালিয়েছে। এ সময় পুলিশও তার পিছু নিয়ে পাল্টা গুলি চালায়। কিছুক্ষণের মধ্যেই হামলাকারীকে মৃতাবস্থায় পাওয়া যায়।
 
অন্যদিকে নিউজহাব জানিয়েছে, বন্দুক হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছে।
 
এ বিষয়ে অকল্যান্ডের মেয়র ওয়েন ব্রাউন বলেছেন, একজন পুলিশ কর্মকর্তা ও জনসাধারণ আহত হয়েছেন।