মৌসুমী ঝড় মারাত্মক শক্তি নিযে ধেয়ে এল স্থলভাগের দিকে। এই নতুন টাইফুনের নাম দেওয়া হয়েছে 'তামিল'। এই ঝড় ঘণ্টায় ১৩৭ কিলোমিটার বেগে ধেয়ে এল স্থলভাগের দিকে।
এই ভয়ানক ঝড়ের কারণে আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ। বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে মোট ২ লক্ষ ৬০ হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
তালিম টাইফুন এই বছর প্রথম বড় ঝড় হিসাবে আছড়ে পড়েছে হংকংয়ে। ইতিমধ্যে ভিয়েতনামের বিশাল অংশে ঝড় এসে আছড়ে পড়েছে। চিনের উপকূল থেকে বিপুল সংখ্যায় মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এই সপ্তাহে চিনের একটা বিস্তৃর্ণ অংশে রাস্তা কার্যত থমকে গিয়েছে। এখনও পর্যন্ত ৩৫টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে, বাতিল করা হয়েছে মোট ২৬টি বিমানের পরিষেবা। সব মিলিয়ে লণ্ডভণ্ড অবস্থা।
মঙ্গববার সকালে টাইফুন তালিম দ্বিতীয় ল্যান্ডফল করেছে। সেটি তার পর ক্রমে দক্ষিণ দিকে এগিয়ে গিয়েছে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ পুরোটা জানা যায়নি।