২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৬:৩০:৩৫ অপরাহ্ন


কুয়াকাটায় ১২ মণ জাটকা ফেলে পালালেন ব্যবসায়ী
রাজশাহীর সময় ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৩-০১-২০২২
কুয়াকাটায় ১২ মণ জাটকা ফেলে পালালেন ব্যবসায়ী কুয়াকাটায় ১২ মণ জাটকা ফেলে পালালেন ব্যবসায়ী


অনলাইন ডেস্ক: কুয়াকাটা নৌ-পুলিশের অভিযান টের পেয়ে ১২ মণ জাটকা ফেলে পালিয়েছেন এক ব্যবসায়ী।

রোববার দুপুরে মৎস্য বন্দর আলীপুর থ্রি পয়েন্ট এলাকা থেকে ভ্যানে থাকা এসব জাটকা জব্দ করা হয়। পরে স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদে ১২ মণ জাটকা জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাছের মালিক সটকে পড়েন। তাই পুলিশ তাকে আটক করতে পারে নি।

কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ আকতার মোর্শেদ বলেন, জাটকা নিধনকারীদের কোনোভাবে ছাড় দেয়া হবে না। আমাদের জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

রাজশাহীর সময় / এফ কে