১১ মে ২০২৪, শনিবার, ০৩:২২:৩৭ অপরাহ্ন


অনুর্ধ্ব ১৯: সাউথ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশের ইয়াং টাইগাররা
বিপুল হাসান
  • আপডেট করা হয়েছে : ১৭-০৭-২০২৩
অনুর্ধ্ব ১৯: সাউথ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশের ইয়াং টাইগাররা অনুর্ধ্ব ১৯: সাউথ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশের ইয়াং টাইগাররা


৫ ম্যাচে একদিনের আর্ন্তজাতিক ম্যাচের ৫ম ও শেষ খেলায় সাউথ আফ্রিকা অনুর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে ৩ উইকেটে জয়লাভের ফলে ৩-২ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেট দল।

সোমবার (১৭ জুলাই) শহীদ এএইচএম কামারুজ্জামান রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ৫ম ও শেষ উত্তোজনাপূর্ণ ম্যাচে সফরত সাউথ আফ্রিকা অনুর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেট দলকে ৩ উইকেটে পরাজিত করে স্বাগতিক বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেট দল।

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। নির্দ্ধারিত ৫০ ওভারের খেলায় ৪৯.৪ ওভারে ২১০ রানে অল আউট হয়ে যায় সাউথ আফ্রিকা অনুর্ধ্ব ১৯ দল। 

দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন ডেভিড টেজার। এছাড়াও ৩২ রান করেন জুয়ান জেমস ও ২৭ রান করেন রির্চাড । বাংলাদেশের বোলারদের মধ্যে মাহফুজুর রাব্বি ৮.৪ ওভারে ৪৩ রানের বিনিময়ে ৩ উইকেট লাভ করেন। এছাড়াও বর্ষন ৫৩, রিজান ১৫ ও রাফিউজ্জামান ৩৯ রানের বিনিময়ে ২টি করে উইকেট লাভ করেন।

২১১ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের দুই উদ্বোধনী ব্যাটার। দলীয় ৪০ রানে ব্যাক্তিগত ১৩ রানে আউট হন রিজওয়ান। মাত্র ৮রানের ব্যবধানে রিজানকে হারিয়ে বসে স্বাগতিক দল। উদ্বোধনী ব্যাটার আদিল বিন সিদ্দিক অপর ব্যাটার আরিফুলকে সাথে নিয়ে দলীয় স্কোরের সাথে ১৩৫ রান যোগ করেন। এসময় আদিল ব্যাক্তিগত ৫৮ রানে আউট হলে বাংলাদেশ দল কিছুটা চাপে পরে গেলে একাই দলকে টানতে থাকে আরিফুল। অরিফুল ব্যাক্তিগত ৬৮ রানে আউট হলে আরো বিপদে পরে যায় বাংলাদেশ দল। ১৮৯ রানে ৭ উইকেট হারিয়ে বসলে দলের দায়িত্ব নেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। তিনি ঠিক ৪র্র্থ ম্যাচের মত দায়িত্ব নিয়ে ৪৭.১ ওভারে ২১১ রান তুলে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেন। খেলা শেষে অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ২২ বলে অপরাজিত ১৫ রান করেন।

সাউথ আফ্রিকা অনুর্ধ্ব ১৯ দলে সবচেয়ে সফল বোলার ছিল লিয়াম এলডার। তিনি ৯ ওভারে ২৩ রানের বিনিময়ে ৪ উইকেট লাভ করেন।

খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশ দলের আরিফুল ইসলাম ও ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন রাফিউজ্জামান রাফি।