২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৩৬:২৭ পূর্বাহ্ন


ইউটিউব থেকে আয় ১ কোটি রুপি, আয়কর বিভাগের হানা
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৭-০৭-২০২৩
ইউটিউব থেকে আয় ১ কোটি রুপি, আয়কর বিভাগের হানা ভারতীয় রুপি। ছবি: সংগৃহীত


ভারতের উত্তর প্রদেশের একটি এলাকায় এক ইউটিউবারের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ২৪ লাখ রুপি পেয়েছে দেশটির আয়কর বিভাগ। কর্মকর্তাদের দাবি, তাসলিম নামে ওই ইউটিউবার অবৈধ উপায়ে এই অর্থ উপার্জন করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

উত্তর প্রদেশের বেরেলির অধিবাসী তাসলিম বেশ কয়েকবছর ধরেই ‘ট্রেডিং হাব ৩.০’ নামে একটি ইউটিউব চ্যানেল চালাচ্ছেন। তিনি তার চ্যানেলে মূলত শেয়ার বাজার সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করে থাকেন।
 
আয়কর বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, তাসলিম তার ইউটিউব চ্যানেল থেকে সবমিলিয়ে প্রায় ১ কোটি রুপি আয় করেছেন। তাদের দাবি, তাসলিম এই অর্থ অবৈধভাবে আয় করেছেন।
 
তবে তাসলিমের ভাই ফিরোজ তাসলিমের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ উপার্জনের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, তার ভাই ‘ট্রেডিং হাব ৩.০’ একটি চ্যানেল চালায় এবং সেখান থেকে বেশ কিছু অর্থ উপার্জন করে। তিনি জানান, তার ভাই ইউটিউব থেকে প্রাপ্ত আয়ের বিপরীতে আয়করও দিয়েছে।  
 
ফিরোজ আরও জানান, তার ভাই ইউটিউব এখন পর্যন্ত ১ কোটি ২০ লাখ রুপি আয় করেছেন এবং তার বিপরীতে ৪ লাখ রুপি আয়করও জমা দিয়েছেন।
 
তিনি বলেন, ‘আমরা কোনো ভুল কাজ করি না। আমরা আমাদের ইউটিউব চ্যানেল চালাই, যেখান থেকে আমরা ভালো আয় করি; এটাই সত্য। এই অভিযান একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।’
 
তাসলিমের মা দাবি করেন, তার ছেলেকে ভুল অভিযোগে ফাঁসানো হচ্ছে।