২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৪১:০১ পূর্বাহ্ন


বেঙ্গালুরুতে ঘটতে পারে বড় কিছু !
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১৬-০৭-২০২৩
বেঙ্গালুরুতে ঘটতে পারে বড় কিছু ! বেঙ্গালুরুতে ঘটতে পারে বড় কিছু !


পটনার পরে বেঙ্গালুরু। বিজেপি বিরোধী জোটের বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রসঙ্গত, বেঙ্গালুরুর এই বৈঠকে হাজির থাকবেন সনিয়া গান্ধি। বেঙ্গালুরু বৈঠকে যা যা নিয়ে আলোচনার সম্ভাবনা, সামনেই সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে। সেই অধিবেশনে কোন কোন ইস্যুতে কেন্দ্রের শাসকদলকে চাপ দেওয়া হবে। এর মধ্যে মণিপুরের অশান্তি, মূল্যবৃদ্ধি যেমন রয়েছে, তেমনই আলোচনায় উঠে আসবে অভিন্ন দেওয়ানি বিধির প্রসঙ্গ।

কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা ও সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্রের উদাহরণ তুলে আনা হবে। বিজেপি বিরোধিতায় সরব সব রাজনৈতিক দল লোকসভা ও বিধানসভায় এই বিষয়ে ফ্লোর কো-অর্ডিনেশন করতে পারে৷ যেহেতু তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ রয়েছে, তাই এই বিষয়ে তাঁরা সরব হলে, বাকিরা রাজনৈতিক সমর্থন পাবে। এই বৈঠকে এই বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে৷ একই সঙ্গে এখন থেকেই ভোটমুখী পাঁচ রাজ্যে যৌথ মঞ্চের মাধ্যমে প্রচারের কাজ শুরুর পরিকল্পনা নেওয়া হতে পারে।

এর আগে ২০২১ সালে এই বিষয়ে একবার আলোচনার প্রস্তাব তৃণমূল কংগ্রেস দিলেও, তা নিয়ে সে অর্থে উচ্চবাচ্য হয়নি। বৈঠকে আলোচনায় গুরুত্ব পাবে কেন্দ্রের অধ্যাদেশ বা অর্ডিন্যান্স ইস্যু। অরবিন্দ কেজরিওয়ালের দল এই বিষয়ে সকল দলের থেকে সমর্থন চেয়েছে৷ কংগ্রেস তার অবস্থান স্পষ্ট করেনি পটনা বৈঠকে৷ যা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ পায়। আসরে নামেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কংগ্রেসের বৈঠক রয়েছে। সেখানে এই প্রসঙ্গে আলোচনা হতে পারে৷ সূত্রের খবর, কেজরিওয়ালকে বোঝানোর দায়িত্ব বিরোধী জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। কারণ কেজরিওয়ালের সঙ্গে তাঁর সম্পর্ক মধুর। এছাড়া আসন নিয়েও আলোচনা শুরুর সম্ভাবনা এই বৈঠকে ৷

কংগ্রেসকে কোন কোন দল কোথায় আসন ছাড়বে, আর কংগ্রেস পাল্টা ছাড়বে তা নিয়েও হবে জোর আলোচনা। বাংলার পঞ্চায়েত ভোটে, কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রকাশ্যে সরব হয়েছেন মমতা-অভিষেক। ফলে এই রাজ্যের মালদহ বা মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসকে আদৌ আসন ছাড়বে কিনা তৃণমূল তা দীর্ঘ আলোচনা সাপেক্ষ। যার শুরু বেঙ্গালুরু থেকে হতে পারে। অন্যদিকে, জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে একাধিক রাজ্যে গিয়েছে তৃণমূল। এর মধ্যে মেঘালয়ে তাদের বিধায়ক রয়েছে। লোকসভায় বাংলার পালটা মেঘালয় হবে কিনা সেটাও দেখার। তবে কংগ্রেস নিয়ে এখনও একাধিক দলের মধ্যে সহজ সম্পর্কের বিষয় নেই৷ তাই এক সুতোয় জোড়ার কাজ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।