২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০৯:৩২:০৯ পূর্বাহ্ন


এবার হিন্দি ছবিতে মধুমিতা সরকার
তামান্না হাবিব নিশু :
  • আপডেট করা হয়েছে : ১৪-০৭-২০২৩
এবার হিন্দি ছবিতে মধুমিতা সরকার এবার হিন্দি ছবিতে মধুমিতা সরকার


সাম্প্রতিক সময়ে টলিপাড়ার একের পর এক অভিনেতা ঝুঁকেছেন বলিউডের দিকে। কলকাতা থেকে মুম্বই পাড়ি দিয়েছেন বহু অভিনেতা। অভিনেত্রীদের তালিকায় রয়েছেন পাওলি দাম, রাইমা সেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়,  যশ দাশগুপ্ত, এমনকি 'টলিউড ইন্ডাস্ট্রি' যাঁকে বলা হয়, সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও এখন বলিউডের একের পর এক হিন্দি সিরিজে কাজ করছেন। আর এবার সেই তালিকায় নাম লেখালেন মধুমিতা সরকার।

বহুদিন ধরেই গুঞ্জন ছিল মধুমিতা মুম্বই যাচ্ছেন। এর আগেও হিন্দুস্তান টাইমসকে মধুমিতা স্বীকার করে নিয়েছিলেন হিন্দি ছবিতে কাজ করার কথা। বলেছিলেন, 'বেশকিছু প্রোজেক্টের জন্য কথা হয়েছে। তবে যতক্ষণ না কনফার্ম হচ্ছে কিচ্ছু বলতে চাই না।' তবে এখন জানা যাচ্ছে 'ফর্জ' নামে একটি ছবিতে কাজ করতে চলেছেন মধুমিতা। নায়ক হলেন তনুজ ভিরওয়ানি। এর আগে 'ইনসাইড এজ' নামে একটি ছবিতে কাজ করেছিলেন তনুজ। সানি লিওনের সঙ্গেও একটি ছবিতে কাজ করেছেন। তনুজ হলেন অভিনেত্রী রতি অগ্নিহোত্রীর ছেলে। 

তবে 'ফর্জ' হিন্দি ছবি হলেও পরিচালক বাঙালি। নাম প্রীতম মুখোপাধ্যায়। এই ছবি বেছে নেওয়া প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলাকে মধুমিতা বলেন, 'ছবিটা আমার কাছে চ্যালেঞ্জিং হবে বলেই মনে হয়েছে। পরিচালক প্রীতমের (প্রীতম মুখোপাধ্যায়) এই ছবিটি হিন্দি হলেও এটার ভাষা বিহারের বা ভোজপুরী টাইপের। তাই ভাষার জন্যই আপাতত নিজেকে তৈরি করছি। কারণ, আমি তো আদপে বাঙালি। ওই ভাষাটা ঠিকভাবে বলতে হবে। তাই একটু টেনশনে রয়েছি বলতে পারেন। তার উপর আবার একটা বাংলা ছবির শ্যুটিংও রয়েছে। সেই বাংলা ছবির কাজ কিছুটা করে অগস্টের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে হিন্দি ছবি 'ফর্জ'-এর কাজ শুরু করব। তারপর আবারও এসে বাংলা ছবির বাকিটা শ্যুট করব।'

মধুমিতা বলেন, ফর্জ একটা কমেডি এবং একটা ইমোশনাল গল্প। ছবিতে আমি একজন সরপঞ্জির মেয়ে। এটা যে ধরনের গল্প, সেটা মাথায় রেখে বিভিন্ন জায়গায় শ্য়ুটিং হবে। বিহার, ঝাড়খণ্ড ও বাংলাতেও ছবির শ্যুট হওয়ার কথা রয়েছে। তবে এর বেশি কিছু এখনই বলতে পারব না।

তবে জানা যাচ্ছে, ছবির গল্পটা বিহারের পটভূমিকায় একটা প্রেমের গল্প। নায়ক-নায়িকার এই প্রেমে বাধা হয়ে দাঁড়াবে তাঁর বাবা। সেই প্রেম পরিণতি পাবে কিনা সেটাই দেখার। মধুমিতা-তনুজ ছাড়াও এই ছবিতে রয়েছেন যশপাল শর্মা, গোবিন্দ নামদেব, মুস্তাক খান।