হলিউডের বহুল আলোচিত সিনেমা ‘মিশন : ইম্পসিবল’। দুনিয়া কাঁপানো এই ফ্রাঞ্চাইজির সিনেমা ঘিরে আগ্রহের কমতি নেই। তুমুল আকর্ষণ নিয়ে ভক্তরা এ সিনেমার একেকটি সিরিজ মুক্তির অপেক্ষায় থাকেন। সম্প্রতি ‘মিশন : ইম্পসিবল- ডেড রেকনিং পার্ট ওয়ান’ ট্রেলার প্রকাশের পরও নেট দুনিয়ায় আলোড়ন তুলতে বাকি নেই । এমনকি টম ক্রুজ অভিনীত নতুন এ সিরিজটি আগের সব সিরিজের রেকর্ড ভাঙার আপেক্ষোয় আছে ।
দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী,‘মিশন : ইম্পসিবল সিরিজের ‘ডেড রেকনিং পার্ট ওয়ান’ সিরিজটি আগের সবগুলো আয়ের রেকর্ড ভাঙতে চলেছে। ২০১৮ সালে ‘মিশন : ইম্পসিবল ফলআউট’ সপ্তাহান্তে আয় করে ছয় কোটি ১২ লাখ ডলার। এর পরেই আছে ২০০০ সালের ‘মিশন : ইম্পসিবল টু’, পাঁচ কোটি ৭৮ লাখ ডলার।
জানা যায় ‘মিশন : ইম্পসিবল’-এর প্রাণপুরুষ টম ক্রুজ নতুন ছবির মধ্য দিয়ে আরো একবার পর্দায় এজেন্ট ইথান হান্টের ভূমিকায় থাকছেন । ক্রিস্টোফার ম্যাককুয়ারি পরিচালিত এই সিনেমায় আরো আছেন হেইলি অ্যাটওয়েল, ভিং রাহমেস, সাইমন পেগ, রেবেকা ফারগুসন প্রমুখ।
আন্তর্জাতিক মুক্তির দুই দিন পর ১৪ জুলাই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। ফ্রাঞ্চাইজির সপ্তম এই কিস্তিকে বলা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ছবি। ট্রেলার প্রকাশের পর এর হাইপ রীতিমতো তুঙ্গে।
ফ্রাঞ্চাইজির আগের ছবিগুলোর মতো এই ছবিতেও ধুন্ধুমার অ্যাকশন দৃশ্য এবং টম ক্রুজের অবিশ্বাস্য সব স্টান্ট রয়েছে। ৬০ বছর বয়সী অভিনেতা টম ক্রুজ প্রায় সমস্ত স্টান্ট ডামির সাহায্য ছাড়া নিজেই করেছেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সিনেমাটির শুটিংয়ের দৃশ্য ছড়িয়ে পড়ে, যা ছবির প্রতি ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। ২০১৯ সালে সিনেমাটির শুটিং প্রথম শুরু হয়। এরপর করোনার ফলে দীর্ঘদিন বন্ধ থাকে শুটিং।
এ ছাড়াও ২০২০ সালে এই সিনেমার একটি অডিও রেকর্ড ফাঁস হয়ে যায়, যেখানে টম ক্রুজ ও সিনেমাটির সঙ্গে যুক্ত কোনো এক কর্মীর বাগবিতণ্ডা প্রকাশ্যে চলে আসে। এবারের গল্পটি দুই অংশে সাজানো হয়েছে। এবার মুক্তি পাচ্ছে প্রথম অংশ। বাকি গল্প ‘মিশন : ইম্পসিবল- ডেড রেকনিং পার্ট টু’ নামে মুক্তি পাবে ২০২৪ সালে।