২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৯:৫১:৪১ পূর্বাহ্ন


পাকিস্তানে ফ্রিজ বিস্ফোরিত হয়ে একই পরিবারের ১০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১২-০৭-২০২৩
পাকিস্তানে ফ্রিজ বিস্ফোরিত হয়ে একই পরিবারের ১০ জনের মৃত্যু পাঞ্জাবের লাহোরের ভাটি গেট এলাকায় ফ্রিজ বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত


পাকিস্তানে ফ্রিজ বিস্ফোরিত হয়ে একই পরিবারের ১০ জনের মৃত্যু হয়েছে। মূলত ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে তারা মারা গেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে ভয়াবহ ও মর্মান্তিক এই দুর্ঘটনা খবর দেয়া হয়েছে।

জিও নিউজের প্রতিবেদন মতে, বুধবার (১২ জুলাই) ভোরে পাঞ্জাবের লাহোরের ভাটি গেট এলাকায় একটি বাড়িতে মর্মান্তিক ঘটনাটি ঘটে। উদ্ধারকারীদের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। এতে একজন বাদে ওই বাড়ির পরিবারের সবার মৃত্যু হয়।
 
নিহতদের মধ্যে একজন পুরুষ, তার স্ত্রী ও ছয় শিশুসহ আরও দুই নারী রয়েছেন। শিশুদের মধ্যে ৭ মাস বয়সী একটি শিশুও ছিল। শুধুমাত্র পরিবারের একজন সদস্য ভবন থেকে লাফিয়ে কোনোভাবে বেঁচে গেছেন।
 
মৃতদের কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন আদিল হোসেন, সায়রা বানু, ফারজানা, আমবার গাজাল ও ফাতিমা। অন্যদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 
 
জিও নিউজের প্রতিবেদন মতে, বেঁচে যাওয়া ব্যক্তি ওই পরিবারের প্রধান ও আদিল হোসের বাবা। দুর্ঘটনার ব্যাপারে জিও নিউজকে তিনি বলেছেন, তার ছেলে আদিল রাত ২টা ৪৫ মিনিটের দিকে ফোন করে সাহায্য চেয়েছিল। তবে তিনি যখন লোকজন নিয়ে বাড়ি পৌঁছান, ততক্ষণে সবকিছুই পুড়ে শেষ হয়ে গেছে।
 
এ ঘটনায় শোক জানিয়েছেন পাঞ্জাবের মুখমন্ত্রী মহসিন নকভি। সেই সঙ্গে বিস্ফোরণের কারণ উদঘাটনে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।