২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০৫:২৮:০৯ পূর্বাহ্ন


রোহিঙ্গা সন্ত্রাসীকে ধরিয়ে দিলে ১০ লাখ টাকা পুরস্কার
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৮-০২-২০২২
রোহিঙ্গা সন্ত্রাসীকে ধরিয়ে দিলে ১০ লাখ টাকা পুরস্কার রোহিঙ্গা সন্ত্রাসীকে ধরিয়ে দিলে ১০ লাখ টাকা পুরস্কার


বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্রপাচারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া এই রোহিঙ্গা নাগরিক নবী হোসেনকে ধরিয়ে দেয়ার জন্য সম্প্রতি এই পুরস্কার ঘোষণা করা হয়। ইতোমধ্যে সীমান্তের বিভিন্ন স্থানে তার ছবিসহ পোস্টার লাগানো হয়েছে।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হোসাইন কবির।

একটি পোস্টারে নবী হোসেনের ছবি ছাপিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, কক্সবাজারের পালংখালীর বিভিন্ন সীমান্ত এলাকা ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বিভিন্ন এলাকায় দেয়া হয়েছে।

বিজিবির দাবি, সীমান্ত দিয়ে নবী হোসেনের মাধ্যমেই সবচেয়ে বেশী ইয়াবার চালান পাচার হয়ে আসে। সম্প্রতি তার গোপন আস্তানা থেকে ক্রিস্টাল মেথ আইসের সবচেয়ে বড় চালান উদ্ধার করা হয়।

এছাড়া সে অস্ত্রপাচার, অপহরণ ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত। রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

রাজশাহীর সময় / এম আর