২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৯:৫৩:৪১ পূর্বাহ্ন


সুদানে সেনাবাহিনীর বিমান হামলায় ২২জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১০-০৭-২০২৩
সুদানে সেনাবাহিনীর বিমান হামলায় ২২জন নিহত ছবি: সংগৃহীত


সুদানের ওমদুরমানে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। শনিবার সুদানের খার্তুম প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশটির সেনাবাহিনীর হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছে, বিশেষ বাহিনীর সদস্যরা ২০ বিদ্রোহী সৈন্যকে হত্যা করেছেন এবং তাদের অস্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে।

খবর রয়টার্সের। সুদানের প্রতিদ্বন্দ্বী দুই সামরিক বাহিনীর মাঝে প্রায় ১২ সপ্তাহ ধরে লড়াই চলছে। দেশটির আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) গত ১৫ এপ্রিল সেনাবাহিনীর সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর রাজধানী খার্তুম, ওমদুরমান এবং বাহরির নিয়ন্ত্রণ নিয়েছে। আরএসএফের দ্রুত আধিপত্য বিস্তারের পর থেকে এসব এলাকায় প্রতিনিয়ত বিমান ও কামান হামলা শুরু করেছে দেশটির সেনাবাহিনী।

কয়েক মাস ধরে গণতন্ত্রের পথে উত্তরণের প্রচেষ্টা ও আরএসএফকে সামরিক বাহিনীতে একীভূতকরণের উদ্যোগ নেওয়ার পর সৃষ্ট উত্তেজনা থেকে উভয় বাহিনীর মাঝে সংঘাত শুরু হয়। এই সংঘাতে এখন পর্যন্ত কমপক্ষে এক হাজার ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে বলে সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া দেশটির সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর সংঘাতে ২৯ লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।