ভারতের উত্তরাঞ্চলীয় কয়েকটি রাজ্যে ভারি বর্ষণে গত তিন দিনে অন্তত ১৯ জনের প্রাণহানি হয়েছে। দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টিপাতের এ ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভারতীয় আবহাওয়া অধিদফতরের (আইএমডি) সোমবারের (১০ জুলাই) পূর্বাভাস অনুযায়ী, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, রাজস্থান, নয়াদিল্লি এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে আগামী কয়েক দিন আরও বৃষ্টিপাত হতে পারে।
তিন দিনের টানা ভারি বর্ষণে কোথাও ভূমিধস, কোথায় আকস্মিক বন্যা এবং তীব্র জলাবদ্ধতায় কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। হিমাচল প্রদেশ মঙ্গলবার (১১ জুলাই) পর্যন্ত স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া দিল্লি, গুরুগ্রাম, নদীয়ার স্কুলগুলো সোমবার এবং চান্দিগড়ের স্কুল বন্ধ থাকবে মঙ্গলবার পর্যন্ত।
টানা বর্ষণে দেশটির উত্তরাঞ্চলীয় রেল যোগযোগ ভেঙে পড়েছে। ১৭টি ট্রেন বাতিল করা হয়েছে, ১২টি বিকল্প পথে চলছে। জলাবদ্ধতার কারণে চারটি রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
ভারি বৃষ্টিতে ভূমিধস ও জলাবদ্ধতায় হিমাচলে পাঁচ জন, জম্মু-কাশ্মীরে ভূমিধসে দুই জন, ভারি বৃষ্টিতে উত্তর প্রদেশে তিন জন, রাজস্থানে চারজন এবং জম্মু-কাশ্মীরে স্রোতে ভেসে দুই সেনার প্রাণহানি হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ভারতে একটি নিম্নচাপ বিরাজ করছে। এটির প্রভাবে শনিবার (৮ জুলাই) থেকে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ ও পূর্ব রাজস্থানেও আগামী দু’দিন ভারি থেকে অতিভারী বর্ষণ হতে পারে।