চীনের একটি কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে ছয় জন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার (১০ জুলাই) দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়াংজু প্রদেশের একটি কিন্ডারগার্টেনে এ হামলার ঘটনা ঘটে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২৫ বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
হামলার কারণ অনুসন্ধানে কাজ চলছে। তবে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এ ঘটনা ‘ইচ্ছাকৃত হামলা’।
স্থানীয় নগর সরকারের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে একজন শিক্ষক, দু’জন অভিভাবক এবং বাকি তিনজন শিক্ষার্থী।
বিবিসি বলছে, চীনে হিংসাত্মক ও সহিংস অপরাধ তুলনামূলকভাবে বিরল। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে স্কুলগুলোতে হামলার ঘটনাও রয়েছে।