মেক্সিকোর শীর্ষস্থানীয় জনপ্রিয় সংবাদপত্র 'লা জর্নাডা'র এক সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার দেশটির নায়ারি প্রদেশে তাঁর মরদেহ পাওয়া যায়। খবর এএফপির।
নিহত সাংবাদিক লুইস মার্টিন সানচেজ ইনিগুয়েজ (৫৯) 'লা জর্নাডা'র আঞ্চলিক প্রতিনিধি ছিলেন।
তাঁর স্ত্রী সেসিলিয়া লোপেজ তদন্তকারীদের জানান, গত বুধবার রাত থেকে তাঁর স্বামীর কোনও খোঁজ পাচ্ছিলেন না তিনি।
সেদিন তিনি আরেকটি শহরে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন উল্লেখ করে সেসিলিয়া জানান, ওই রাতে সানচেজ বাড়িতেই ছিলেন এবং ফোনে তাঁর সঙ্গে কথা বলছিলেন।
নায়ারির প্রসিকিউটরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এ নিয়ে মোট তিনজনকে অপহরণ করা হয়েছে, যাদের সবাই বর্তমানে বা নিকট অতীতে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
বিবৃতিতে আরও জানানো হয়, সাংবাদিক সানচেজের মরদেহ নায়ারি প্রদেশের রাজধানী তেপিকের কাছে একটি গ্রামে পাওয়া যায়। তাঁর মরদেহে বেশ কিছু আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া কার্ডবোর্ডে লেখা একটি বার্তা তাঁর বুকে লাগানো ছিল। তবে বার্তায় কী লেখা ছিল তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। সানচেজের ব্যবহৃত কম্পিউটার, মোবাইল ফোন, একটি হার্ডডিস্ক পাওয়া যাচ্ছে না।