২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৪:৪৫:৪৫ পূর্বাহ্ন


গণতন্ত্র অব্যাহত থাকায় সংসদ ভবনকে গোছানো সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৬-০৭-২০২৩
গণতন্ত্র অব্যাহত থাকায় সংসদ ভবনকে গোছানো সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী সংসদ ভবনের উত্তর প্লাজায় নবনির্মিত কার্যালয় উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ভিডিও থেকে নেয়া


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় জাতীয় সংসদ ভবনকে আগের চেয়ে আরও বেশি গোছানো সম্ভব হয়েছে; যা দেশের কাজে লাগবে।

বৃহস্পতিবার (৬ জুলাই) সংসদ ভবনের উত্তর প্লাজায় নবনির্মিত কার্যালয় উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় এই নতুন কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।

নবনির্মিত এসব অফিসের অবকাঠামো ব্যবহারে বিভিন্ন দিক নির্দেশনাও দেন শেখ হাসিনা। পরে সংক্ষিপ্ত বৈঠকে তিনি বলেন, জাতীয় সংসদ ভবনের ঐতিহ্য বজায় রেখে এর সংস্কার ও আধুনিকায়নে কাজ করছে সরকার।
 
শেখ হাসিনা বলেন, শুধু সংসদ নয়, সমগ্র বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। কারণ তার সরকার ২০০৯ সাল থেকে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রেখেছে। গণতন্ত্রের ধারা যে দীর্ঘ সংগ্রামের ফল তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটা একদিনে আসেনি।
 
নতুন কার্যালয় সম্পর্কে সংসদ নেতা বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি স্মার্ট দেশে পরিণত করার সরকারের পদক্ষেপের অংশ হিসেবে সংসদ একটি স্মার্ট অফিস পেয়েছে।
 
সংসদ লাইব্রেরিটিকে অমূল্য আখ্যায়িত করে প্রধানমন্ত্রী ভালো পার্লামেন্টারিয়ন হওয়ার জন্য অতীতের সংসদ অধিবেশনের কার্যবিরণী অধ্যয়নে এখানে কিছু সময় ব্যয় করার জন্য আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান।
 
পরে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, মন্ত্রিসভার সদস্য, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।