মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস থেকে কোকেন উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় রোববার (২ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে হোয়াইট হাউসের ওয়েস্ট উইং থেকে এ মাদক উদ্ধার করে সিক্রেট সার্ভিস এজেন্ট।
স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে আল-জাজিরা।
কোকেন উদ্ধারের সময় হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেন উপস্থিত ছিলেন না। তিনি সে সময় ক্যাম্প ডেভিডে অবস্থান করছিলেন।
দমকল বাহিনী এবং জরুরি কর্মীদের সহায়তায় পাউডারটি দ্রুত পরীক্ষা করা হয়। প্রাথমিক পরীক্ষায় পাউডারটি কোকেন বলে প্রমাণিত হয়েছে। পরে হোয়াইট হাউসের উদ্যোগে পাউডারটি পুনরায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
যদিও সিক্রেট সার্ভিস এখনও নিশ্চিত করেনি যে, উদ্ধারকৃত পাউডারটি কোকেন কি না। তারা বলেছে, হোয়াইট হাউস থেকে একটি ‘আইটেম’ পাওয়া গেছে এবং সেটি পরীক্ষা করা হয়েছে।
সিক্রেট সার্ভিস এজেন্সি এক বিবৃতিতে বলেন, ‘উদ্ধার করা ‘আইটেমটি’ পুনরায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আর পাউডারটি কীভাবে হোয়াইট হাউসে এসেছে তা জানার জন্য তদন্ত চলছে।’
তবে সরকারি সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বিভিন্ন গণমাধ্যম মাদকদ্রব্যটি শনাক্ত করেছে। ওয়াশিংটন পোস্ট বলেছে, দমকল বাহিনী ও ডিসি বিভাগ পাউডারটি পরীক্ষা করে ফল জানিয়েছে। পরীক্ষার ফলে বলা হয়েছে, ‘আমাদের কাছে কোকেন হাইড্রোক্লোরাইড নামের একটি হলুদ বার আছে।’
হোয়াইট হাউসের যে স্থান থেকে কোকেন পাওয়া গেছে, সেখানে নিয়মিত দর্শনার্থীরা ঘুরতে যান।