২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:৫০:০৮ পূর্বাহ্ন


ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ শিশুসহ আহত ৪৩
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৫-০৭-২০২৩
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ শিশুসহ আহত ৪৩ রুশ হামলায় আহত এক নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: রয়টার্স


ইউক্রেনের খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ শিশুসহ অন্তত ৪৩ জন আহত হয়েছে। এছাড়া এতে একটি নয়তলা আবাসিক ভবন ও এর বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর আল জাজিরার।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের শহর পারভোমাইস্কিতে এ ক্ষেপণাস্ত্র হামলা হয়। 

প্রতিবেদনে বলা হয়, খারকিভের পারভোমাইস্কি শহরে এক সেনার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়। 
 
ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার হামলায় শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলায় আহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী তিন মাসের এক শিশুও রয়েছে।
 
মস্কো ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করে আসছে। তবে প্রায়ই ইউক্রেনজুড়ে বেসামরিক নাগরিকদের ওপর হামলার খবর পাওয়া যায়। যুদ্ধ চালিয়ে যেতে এ বছর ১ লাখ ৮৫ হাজার নতুন সেনা চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে রুশ সেনাবাহিনী।
 
এদিকে, মঙ্গলবার মস্কোর কাছাকাছি ৫টি চালকবিহীন আকাশযান রুশ সেনাবাহিনী ভূপাতিত করেছে বলে জানিয়েছে রাশিয়া।
 
এ হামলার পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সাহায্য ছাড়া ইউক্রেনের পক্ষে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানো সম্ভব নয়।
 
এদিকে এসসিওর ভার্চুয়াল সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, রুশরা এর আগে কখনও এতটা ঐক্যবদ্ধ হয়নি। পশ্চিমাদের নিষেধাজ্ঞা রাশিয়াকে আরও শক্তিশালী করেছে।