আলিয়া ভাট
রূপোলি পর্দায় যখন আমরা কোনও সিনেমা দেখি, তখন সৌন্দর্যের পাশাপাশি নায়ক নায়িকার অভিনয় এবং নাচের প্রতিভাটাই প্রথমে চোখে পড়ে। কিন্তু জানেন কি, বলিপাড়ায় যে অভিনেতা অভিনেত্রীরা বর্তমানে প্রতিষ্ঠিত, তাদের মধ্যে অনেকেরই পুঁথিগত শিক্ষা খুব বেশি নেই! বি-টাউনের এই তারকারা শিক্ষাগত যোগ্যতার নিরিখে পিছিয়ে থাকলেও নিজেস্ব প্রতিভার জোরে, অনেক শিক্ষিত অভিনেতাদেরও টেক্কা দিতে পারেন। এই তালিকায় প্রথমেই রয়েছে আলিয়া ভাটের নাম। রিপোর্ট অনুসারে, আলিয়া ভাট মুম্বইয়ের একটি স্কুল থেকে পড়াশোনা শেষ করে, কলেজে ভর্তি না হয়ে, ২০১২ সালে অভিনয় জগতে পা রেখেছিলেন।
করিশ্মা কাপুর
করিশ্মা কাপুর অভিনয়ের জন্য ক্লাস সিক্সে উঠেই পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন।
ক্যাটরিনা কাইফ
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ভারতে আসার আগে ক্যাটরিনা কাইফের আর্থিক অবস্থা ভালো ছিলনা। ভারতে আসার পর তিনি বাড়িতে পড়াশোনা করেছেন।
আমিরের যোগ্যতা
আমির খান মুম্বইয়ের নরসি মঞ্জি কলেজে ভর্তি হয়েছিলেন। কিন্তু অভিনয়ের জন্য এক বছরের মধ্যেই কলেজ ছেড়ে দিয়েছিলেন আমির।
অর্জুনের লক্ষ্যভেদ
রিপোর্ট অনুসারে, অর্জুন কাপুর বর্তমানে প্রতিভাবান অভিনেতাদের মধ্যে অন্যতম। তিনি ক্লাস টুয়েলভ ও পাস করেননি।