২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০৫:৪০:১৬ পূর্বাহ্ন


চাঁদপুরে কীটনাশক পান করে প্রেমিক যুগলের আত্মহত্যা
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৭-০২-২০২২
চাঁদপুরে কীটনাশক পান করে প্রেমিক যুগলের আত্মহত্যা চাঁদপুরে কীটনাশক পান করে প্রেমিক যুগলের আত্মহত্যা


চাঁদপুরে কীটনাশক পান করে প্রেমিক যুগল আত্মহত্যা করেছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মতলব উত্তর  উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাশিমনগর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া প্রেমিক যুগল হলেন- নিলয় (১৬) ও ফাহিমা (১২)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন। নিলয় কলস ভাঙ্গা গ্রামের প্রধানীয়া বাড়ির মৃত হান্নান প্রধানের ছেলে এবং ফাহিমা (১২) কাশিমনগর গ্রামের মো. মোহনের মেয়ে।

স্বজনরা জানান, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল।

মতলব উত্তর থানা পুলিশ জানায়, নিলয় ও ফাহিমার মধ্যে গত কয়েকদিন ধরে মনোমালিন্য চলছিল। এর জের ধরে তারা কীটনাশক জাতীয় কিছু খায়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে তারা।

পরে তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পথেই ফাহিমা মারা যায়।

অন্যদিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দাউদকান্দি এলাকায় নিলয় মারা যায়।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন ওপেল  বলেন, কীটনাশক পান করে মৃত্যু হওয়ার খবরটি জেনেছি।

তলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে অপমৃত্যু। তবে আমরা ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠাবো।

রাজশাহীর সময় / এম আর