সুইডেনে পবিত্র কুরআনের কপি পোড়ানোর ঘটনায় মুসলিম বিশ্বের অন্যান্য নেতার মতো তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
তিনি বলেছেন, পবিত্র কুরআন অবমাননার অর্থ হচ্ছে, গোটা মানবতা ও ইসলামি মূল্যবোধের অবমাননা। মুসলিম বিশ্ব এটা মেনে নেবে না।
ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম প্রেসটিভি জানিয়েছে, শুক্রবার ইরানের রাফসানজান শহরে জুমার নামাজে অংশ নিয়ে এ কথা বলেন দেশটির প্রেসিডেন্ট।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, শুধু মুসলমান নয়, যারাই ঐশী ধর্ম মানেন; তারাই কুরআন অবমাননার ঘটনায় কষ্ট পেয়েছেন। কুরআন অবমাননার মাধ্যমে গোটা মানবতাকেই অপমান করা হয়েছে।
রাইসি বলেন, বিশ্বের সব প্রান্তের মুসলমানরাই এই অন্যায় কাজের প্রতিবাদ জানাচ্ছেন।
তিনি বলেন, পশ্চিমা দেশগুলো বাক ও চিন্তার স্বাধীনতার কথা বলে এ ধরনের কাজ করছে। আসলে তাদের এসব অপকর্ম থেকে এটা স্পষ্ট যে, তারা মানুষের স্বাধীনতার বিরোধী। তারা বাক ও চিন্তার স্বাধীনতার যে স্লোগান দিচ্ছে তা মিথ্যাচার।