০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:২৭:২৭ অপরাহ্ন


শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত
রাজশাহীর সময় ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৩-০১-২০২২
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত


অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত হয়েছেন।

রবিবার (২৩ জানুয়ারি) সকালে শিবগঞ্জ উপজেলার রাণীহাটী কলেজ মোড়ে মাহেন্দ্রা আর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৪ জন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত ২ যুবকের মধ্যে একজন শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া এলাকার মাহেন্দ্র চালক হানিফ (৩০) ও অন্যজন একই উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকার বাবুল শাহার ছেলে ট্রাকের হেলপার জয়দেব শাহ (৩২)।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোযাফফর হোসেন।

ওসি মোযাফফর জানান, রাণীহাটি বাজারের সামনে ট্রাক আর মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় গুরুতর আহত ৩ জনকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। চিকিৎসাধীন অবস্থায় দু’জন মারা যান। আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। আইনানুগ ব্যবস্থা শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের কাচারি মোড়ে অটোরিকশার ধাক্কায় এক যুবক নিহত হন। নিহত ওই যুবক শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের গুপ্তমানিক-নাককাটিতলা দিয়াড়-ধাইনগর এলাকার মো. রুবেলের ছেলে রাকিব (১৯)।

রাজশাহীর সময় / এফ কে