২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০১:৪৪:৫৬ অপরাহ্ন


তীব্র গরমে ৬৫০০ হজযাত্রীর হিটস্ট্রোক
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৯-০৬-২০২৩
তীব্র গরমে ৬৫০০ হজযাত্রীর হিটস্ট্রোক ছবি: সংগৃহীত


সৌদি আরবে পবিত্র হজ চলাকালীন সময়ে প্রচণ্ড গরমে তিন দিনে হিটস্ট্রোকের শিকার হয়েছেন সাড়ে ৬ হাজারেরও বেশি হজযাত্রী। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ। 

বৃহস্পতিবার ভোরে মক্কার কাছে মিনা উপত্যকায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। গত ৩৯ দিনে মক্কা ও মদিনায় গরমে অসুস্থ হয়ে পড়া এক লাখ ১১ হাজার ৭৬১ জন হাজিকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।

এখবারিয়া টিভির সরাসরি সম্প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, তীব্র গরমে অসুস্থ হয়ে পড়া এক সৌদি নিরাপত্তাকর্মী একজন হাজির চোখে-মুখে ঠান্ডা পানি ছিটাচ্ছেন।

সরকারি পরিসংখ্যান বলছে, এ বছর প্রায় ১৮ লাখের বেশি মুসলমান হজ পালন করছেন। তাদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর মোহাম্মদ আল-আব্দুলআলিকে উদ্ধৃত করে সৌদি গণমাধ্যমে বলা হয়েছে, কেউ গরমে অসুস্থ হলেই দ্রুত তাকে স্বাস্থ্যসেবা দেওয়ার সব ব্যবস্থা রাখা হয়েছে।  

এবার হজে প্রতীকীভাবে শয়তানের উদ্দেশে পাথর মারার পর্ব সম্পাদনের জন্য অনুকূল সময় বেছে নেওয়ার পরামর্শ দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলা এবং পর্যাপ্ত পানি পান করতেও পরামর্শ দিয়েছিল।