১৮ মে ২০২৪, শনিবার, ০১:১৩:৪৮ অপরাহ্ন


ঈদের দিন দেখা সাক্ষাতের দোয়া
ধর্ম ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৯-০৬-২০২৩
ঈদের দিন দেখা সাক্ষাতের দোয়া ফাইল ফটো


মুসলমানের প্রধান ধর্মীয় উৎসব ঈদ। ঈদের দিন দেখা হলেই একে অপরকে জড়িয়ে ধরে। কোলাকুলি করে। দোয়া করে। শুভেচ্ছা জানায়। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুভেচ্ছা জানাতে একটি দোয়া শিখিয়েছেন। কী সেই দোয়া?

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো দোয়ায় আছে সব মানুষের ভালো কাজগুলোর কবুলের দোয়া। তাই একে অপরকে দেখলেই বলবেন-

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ

উচ্চারণ : ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।’

অর্থ : ‘আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেকা আমল তথা ভাল কাজগুলো কবুল করুন।’

পরস্পরের দেখা-সাক্ষাতে এভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করা সুন্নাত। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দোয়াটি শিক্ষিয়েছেন। রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর সাহাবাগণ ঈদের শুভেচ্ছা বিনিময়ে একে অপরকে উদ্দেশ্য করে এ দোয়াটি পড়তেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ দোয়ার মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করে পরস্পরের কল্যাণ ও মঙ্গল কামনা করর তাওফিক দান করুন। আমিন।