লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পেশাদারি লড়াই নিয়ে বহু চর্চা ছিল একসময়। এখন আর দুজনে এক লিগে খেলেন না বহু বছর হল। তবুও দুজনের মধ্যে একটা চাপা প্রতিযোগিতা আছে সেটা বোঝা গেল। যশ চোপড়া পরিচালিত দিওয়ার সিনেমার সেই বহুচর্চিত সংলাপ নিশ্চয়ই মনে আছে পাঠকদের। দুই ভাইয়ের কথোপকথন। অমিতাভ বচ্চন বলছেন, আমার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, ধনসম্পদ আছে। তোমার কাছে কী আছে? উত্তরে শশী কাপুরের জবাব সেই বিখ্যাত ডায়লগ, মেরে পাস মা হ্যায়।
ভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ পেয়েছি। তাই আমার ধারেকাছে কেউ নেই। তারই জবাবে সোমবার আর্জেন্তাইন মহাতারকার মন্তব্য, ব্যক্তিগত সাফল্য অবশ্যই তৃপ্তি দেয়। কে না চায় পরিসংখ্যান উন্নত করতে। তবে কেরিয়ারের এই পর্বে এসে এই সমস্ত ব্যাপার আমার কাছে গুরুত্বহীন। বরং দেশ ও ক্লাবকে সাফল্য এনে দেওয়ার ক্ষেত্রে নিজেকে উজাড় করে দিতে চাই।
ট্রফি জয় আমার কাছে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। আর সব থেকে বড় কথা, আমার কাছে বিশ্বকাপ আছে।প্রায় একই সময়ে ক্লাব ফুটবলে নিজেদের অভিযান শুরু করেছিলেন দুই মহাতারকা। স্পোর্টিং লিসবন থেকে ২০০৩ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেন রোনাল্ডো। তার পরের বছর অর্থাৎ, ২০০৪ সালে বার্সেলোনা ‘বি’ দল থেকে সিনিয়র টিমে পাকাপাকি ভাবে জায়গা করে নেন লিও মেসি।
এরপর দীর্ঘ দু’দশক ইউরোপিয়ান ফুটবলে তাঁদের রাজত্ব চলে। টানা ১৫ বার বর্ষসেরা ফুটবলারের দৌড়ে ছিলেন দু’জন। মেসি সাতবার এবং রোনাল্ডো পাঁচবার জিতেছেন এই পুরস্কার। লিওনেল মেসি বুঝিয়ে দিয়েছেন একটা বিশ্বকাপের মূল্য রোনাল্ডোর এবং তার জেতা অন্যান্য ট্রফির থেকে অনেক বেশি।