নেপালের পূর্বাঞ্চলে বন্যা ও ভূমিধসে দুজনের মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন অন্তত ২৮ জন। তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বর্ষা মৌসুমে গত সপ্তাহে নেপালের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এতে বন্যা ও ভূমিধস দেখা দেয়। পানিতে তলিয়ে যায় অঞ্চলটির বহু এলাকা। এতে দুজন মারা গেছেন।
নেপাল পুলিশের মুখপাত্র ঋষি রাম কান্দেল বলেন, দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ২৮ জন নিখোঁজ রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, বর্ষা শুরুর পর এই প্রথম দেশটিতে মৃত্যুর খবর পাওয়া গেছে।
অন্যদিকে ভূমিধসে শঙ্খুয়াসভা জেলায় হিউয়া নদীতে নির্মাণাধীন জলবিদ্যুৎ প্রকল্প ভেসে যাওয়ায় সেখানকার বেশ কয়েকজন শ্রমিক নিখোঁজ হয়েছেন। তাদের সন্ধানে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
ভারত সীমান্তের কাছাকাছি তাপ্লেজুং ও পাঁচথর জেলায়ও বন্যা ও ভূমিধসে কয়েকজন নিখোঁজ রয়েছেন। বন্যা কবলিত কয়েকটি এলাকায় সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে, ওই এলাকাগুলোতে পৌঁছাতে পারছেন না উদ্ধারকর্মীরা।