২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০১:৪৪:২৮ অপরাহ্ন


৮৩ বছর বয়সে বাবা হলেন আল পাচিনো
বিনোদন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৬-০৬-২০২৩
৮৩ বছর বয়সে বাবা হলেন আল পাচিনো ৮৩ বছর বয়সে বাবা হলেন আল পাচিনো


পুত্র সন্তানের বাবা হয়েছেন হলিউডের কিংবদন্তি অভিনেতা আল পাচিনো। অভিনেতার সদ্য জন্ম নেওয়া পুত্রের নাম রাখা হয়েছে রোমান পাচিনো।

এন্টারটেইনমেন্ট টুনাইটের সাথে কথা বলার সময় কিংবদন্তি অভিনেতার প্রতিনিধি স্ট্যান রোজেনফিল্ড বলেছেন, “আমি নিশ্চিত করছি যে আল পাচিনো এবং নূর আলফাল্লাহ একটি পুত্র সন্তানকে স্বাগত জানিয়েছেন। তার নাম রোমান পাচিনো।

এই মুহূর্তে অন্য কোনো বিবৃতি বা মন্তব্য দেওয়া হবে না।”

এর আগে পাচিনোর স্ত্রীর আট মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি প্রকাশ হয়েছিল। পাচিনোর অনাগত সন্তানের জন্য শুভকামনাও জানিয়েছেন সহকর্মী তারকা ও ভক্ত-অনুরাগীরা। তবে এই বয়সে বাবা হবার বিষয়ে বেশ বিদ্রুপের মুখেও পড়তে হয়েছে অভিনেতাকে।

তিনি অবশ্য এসব সমালোচনাকে পাত্তা দেননি। বরং স্পষ্ট করেই জানিয়েছেন, আমার অনেক বাচ্চা আছে। কিন্তু এই সময়ে এটি সত্যিই বিশেষ কিছু। বিশেষ কেউই আসছে।

বর্তমান প্রেমিকা ও সন্তানের জননী আলফাল্লাহ একটি ধনী পরিবারের মেয়ে। তিনি লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে বড় হয়েছেন। তার বাবা কুয়েতি হলেও মা আমেরিকার বাসিন্দা। ২০২২ সালে পাচিনোর ৮২তম জন্মদিনে প্রথমবার নুরের সঙ্গে প্রকাশ্যে দেখা যায় তারকাকে। আর সম্পর্কের বছর ১ পেরোতেই এলো সুখবর।


দুজনের বয়সের পার্থক্য ৫৪ বছরের হওয়ায় সে সময় তুমুল সমালোচনার মুখেও পড়েন পাচিনো। এতে যদিও প্রেমে কোনো ঘাটতি হয়নি তাদের। করোনার সময় থেকেই একে-অপরের সঙ্গে সময় কাটানোর শুরু দুজনের। তারপর প্রেম আর এখন সন্তানের মুখ দেখতে চলেছেন এই জুটি। পাচিনোর স্ত্রী নূর পেশায় এক জন চলচ্চিত্র প্রযোজক।

আল পাচিনোর প্রথম সন্তান জুলি মারির বয়স ৩৩ বছর। তার মা অভিনয় প্রশিক্ষক জ্যান ট্যারান্ট। প্রাক্তন প্রেমিকা বেভারলি ডি অ্যাঞ্জেলোর সঙ্গেও যমজ সন্তান রয়েছে পাচিনোর। তাদের নাম অ্যান্টন ও অলিভিয়া।

‘গডফাদার’ ‘স্কেয়ারফেস’, ‘সেন্ট অব এ উম্যান’, ‘সার্পিকো’, ‘দ্য ডেভিলস অ্যাডভোকেট’, ‘সি অব লভ’, ‘হিট’, ‘দ্য ইনসাইডার’সহ হলিউডের একাধিক কালজয়ী চলচ্চিত্রের মুখ আল পাচিনোকে সামনে দেখা যাবে ‘মোদি’ নামক বায়োপিকে। ইতালীয় শিল্পী আমেদিও মোদিল্লিয়ানির জীবনীনির্ভর সিনেমাটি পর্দায় ফুটিয়ে তোলা হবে। বায়োপিকটি তৈরি করছেন জনি ডেপ। বন্ধু মহলে ‘মোদি’ নামে পরিচিত ছিলেন মোদিল্লিয়ানি, সেই থেকেই এই নামকরণ সিনেমাটির।

সূত্র : ডেডলাইন