২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৪৩:২৮ অপরাহ্ন


সিরিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ২২ মার্কিন সেনা আহত
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৩-০৬-২০২৩
সিরিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ২২ মার্কিন সেনা আহত ছবি-সংগৃহীত


মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ২২ মার্কিন সেনা আহত হয়েছেন। গত রোববার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। সোমাবার সেন্ট্রাল কমান্ডের দুর্ঘটনার তথ্য প্রকাশের পর এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

তবে দুর্ঘটনার কারণ কিংবা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তারা। আহতদের অবস্থা কতটা গুরুতর সেটাও উল্লেখ করেনি।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ঘটনার পর ১০ জন সেনাকে ওই অঞ্চলের বাইরে উচ্চতর চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যে অবস্থান করা সেনাদের তত্ত্বাবধান করে থাকে। সেন্ট্রাল কমান্ড সংক্ষেপে সেন্টকম নামে পরিচিত। তারা বলেছে, শত্রুপক্ষের কোনো গুলিতে এই ঘটনা ঘটেনি। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে সেন্টকম।

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ৯০০ সেনা রয়েছে। তাদের অধিকাংশ সিরিয়ার পূর্বে অবস্থান করছে। সিরিয়ায় রাশিয়া এবং তুরস্কেরও সেনা রয়েছে।

মার্চ মাসেই সিরিয়ায় হামলা এবং পাল্টা হামলায় ২৫ মার্কিন সেনা আহত হয়েছিল। এতে একজন মার্কিন ঠিকাদার নিহত এবং অন্য একজন আহত হয়েছিল।