সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সংর্ঘষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নরসিংপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ ও দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বিকেলে অভিযান শুরু করেন। এ সময় নুর উদ্দিন ও রফিকুল ইসলামের লোকজনের মধ্যে বাজারের জায়গা নিয়ে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে পাঁচজনকে আটক করে পুলিশ।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে নরসিংপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
রাজশাহীর সময় /এএইচ