২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১১:৪০:২০ পূর্বাহ্ন


একাদশে ভর্তির ফল ২৯ জানুয়ারি
রাজশাহীর সময় ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৩-০১-২০২২
একাদশে ভর্তির ফল ২৯ জানুয়ারি ফাইল ফটো


অনলাইন ডেস্ক: উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন পড়েছে প্রায় ১৬ লাখ। আর এ আবেদনের ফল প্রকাশ করা হবে আগামী ২৯ জানুয়ারি।

রোববার এ তথ্য জানান ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন।

তিনি বলেন, এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৭৪ হাজার ৬৭৮ জন আবেদনকারী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করছেন। মোট আবেদন সংখ্যা ৮৫ লাখ ৮৪ হাজার ৭৫৫টি। আজ রাত ১২টায় প্রথম ধাপের আবেদন শেষ হবে। এই আবেদনগুলো নিশ্চয়ন করে ফল প্রকাশ করা হবে আগামী ২৯ জানুয়ারি। এরপর আবার দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হবে।

গত ৮ জানুয়ারি উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি অনলাইনে আবেদন শুরু হয়। আবেদন করা যাবে ২৩ জানুয়ারি (রাত ১২টা) পর্যন্ত।

আগে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদনের সুযোগ থাকলেও এবার শুধু অনলাইনেই আবেদন করতে হবে। ভর্তি কার্যক্রম শেষে আগামী ২ মার্চ থেকে শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস।

রাজশাহীর সময় / এফ কে