উগান্ডা: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে উগান্ডার এক ব্যক্তির গল্প। ১০২ সন্তান, ১২টি স্ত্রী এবং ৫৭৮ জন নাতি-নাতনি নিয়ে কৃষকের সংসার। মুসা হাসায়া কাসেরা নামের এই ব্যক্তির এত বেশি সন্তান রয়েছে যে তিনি তাঁদের নামও মনে রাখতে পারেন না।
মুসা মনে করেন, যথেষ্ট হয়েছে, আর সন্তানের জন্ম নয়। পূর্ব উগান্ডার একটি প্রত্যন্ত গ্রামীণ এলাকা বুতালেজা জেলার বুগিসা গ্রামে বসবাসকারী কৃষক তিনি। সংবাদসংস্থা এএফপিকে বলেছেন, এটি প্রথমে একটি রসিকতার ব্যাপার ছিল। কিন্তু এখন এটি সমস্যা হয়ে উঠেছে।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, মুসা বলেছেন, ‘আমার স্বাস্থ্য ক্রমাগত খারাপ হচ্ছে। এত বড় পরিবারের জন্য মাত্র দুই একর জমি খুবই কম। খাবার, শিক্ষা, কাপড়ের মতো মৌলিক জিনিস দিতে না পারায় আমার দুই স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। তিনি বর্তমানে বেকার। কিন্তু তাঁর গ্রামে পর্যটকদের আকর্ষণে পরিণত হয়েছে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ৬৮ বছর বয়সী মুসা বলেছেন, পরিবার বিরাট বড় হয়েছে। সংসার চালাতে অর্থের অভাব রয়েছে। খাবারের জন্যও টাকা জোগাড় করা কঠিন হয়ে পড়েছে। এখন মুসা তাঁর সব স্ত্রীকে জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়ার পরামর্শ দিয়েছেন।
মুসা বলেন, সংসার চালাতে হিমশিম খাচ্ছি। আমার আয় কমছে। এদিকে আমার পরিবার বড় হচ্ছে। মুসা জানান, ১৯৭২ সালে তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে ঐতিহ্যবাহী রীতিতে বিয়ে হয়। তখন তাঁদের দুজনের বয়স ছিল ১৭ বছর।
বিয়ের এক বছর পর তাঁদের প্রথম সন্তান সান্দ্রা নবভির জন্মগ্রহণ করে। তারপর তাঁর ভাই, আত্মীয়স্বজন এবং বন্ধুরা তাঁকে পারিবারিক উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক সন্তান নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এর পরই একের পর এক বিয়ে করেন তিনি।
মুসার অনেক সন্তান তাঁর সঙ্গে মাঠে কাজ করেন। তাঁর ছোট ছেলের বয়স ৬ বছর এবং বড় ছেলের বয়স ৫১ বছর। অসুস্থতার কারণে মুসার জন্য এখন কাজ করা কঠিন হয়ে পড়ছে। মুসা যেখানে থাকেন সেখানে একাধিক বিয়ে করা আইনত অপরাধ নয়।