সিরাজগঞ্জের সলঙ্গায় ১২৭ বোতল ফেন্সিডিলসহ মোছাঃ সুমেনা আক্তার সুমি (২২), নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২ ।
বুধবার (৭ জুন) ভোর রাত সোয়া ৪টায় র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি দল সলঙ্গা থানাধীন হাটিকুমরুল সিরাজগঞ্জ রোডের উত্তর দিকে রাধানগর গ্রামে রংপুর-সিরাজগঞ্জ পাড়া রাস্তার উপর ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১২৭বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার মাদক কারবারি মোছাঃ সুমেনা আক্তার সুমি, সে লালমনিরহাট জেলার আদিতমারি থানার গোবরধন মহিষখোচা (সরদারপাড়া) গ্রামের মোঃ আব্দুল কুদ্দুসের মেয়ে।
বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, র্যাব-১২ সিরাজগঞ্জ অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম।
জিজ্ঞাসাবাদে গ্রেফতার নারী মাদক কারবারি সুমি জানায় , আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেমামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।